“একুশ মানেই মিটিং-মিছিল, বক্তৃতা আর গল্প না
একুশ কথার ফুলঝুরি নয়, কিংবা রঙিন কল্পনা।
একুশ মানেই হৈ-হুল্লোড়, হাসি খুশির মন্ত্র না
একুশ মানেই ভাই হারাদের বুকের অসীম যন্ত্রণা।”
আজ ২১ ফেব্রুয়ারি, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। প্রতি বছরের ন্যায় এ বছরও শহীদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ প্রাঙ্গণে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়েছে। পতাকা উত্তোলন (অর্ধনমিত), প্রভাত ফেরী, চিত্রাঙ্কন, ছড়া ও আবৃত্তি প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সাজানো আজকের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত প্রধান পৃষ্ঠপোষক মেজর জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলম, এনডিইউ, পিএসসি, পিএইচডি
জেনারেল অফিসার কমান্ডিং, ১০ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, কক্সবাজার এরিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত জিওসি ম্যাডাম সৈয়দা মার্জিয়া বেগম। আরও উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জিল্লুর রহমান, এএফডব্লিউসি, পিএসসি, জি এবং সম্মানিত সভাপতি ম্যাডাম শাহীন আক্তার মুক্তা ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।
সম্মানিত প্রধান পৃষ্ঠপোষক মহোদয় তাঁর বক্তব্যে একুশের মহান শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে বলেন, “প্রত্যেককে নিজস্ব মাতৃভাষার প্রতি শ্রদ্ধাশীল ও মাতৃভাষার মর্যাদা রক্ষার্থে অটল থাকতে হবে।” সেই সাথে শিক্ষার্থীদের অন্যান্য ভাষার প্রতি শ্রদ্ধাশীল হওয়ার জন্য উৎসাহিত করেন।
বিভিন্ন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক পর্ব শেষে অত্র প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি মহোদয় এবং সভাপতি ম্যাডাম বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।