রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪১টি স্বর্ণের বার ও ৯৭ গ্রাম স্বর্ণালংকার জব্দ করেছে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর। রবিবার,১৭ ডিসেম্বর,দুপুরে এক যাত্রীর দেহ তল্লাশি করে এসব স্বর্ণের বার ও স্বর্ণালংকার জব্দ করা হয়।
এ সময় শুল্ক গোয়েন্দা অধিদপ্তর জানায়, এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট বেলা ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। গোপন সংবাদের ভিত্তিতে ইমিগ্রেশন শেষ করার পর ওই যাত্রীকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৪১টি স্বর্ণের বার ও ৯৭ গ্রাম স্বর্ণালংকার পাওয়া যায়।
সংশ্লিষ্টরা বলছেন, জব্দ করা স্বর্ণের আনুমানিক বাজার মূল্য প্রায় চার কোটি টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটক যাত্রীর বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা দিয়ে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে যাত্রীকে।