• ১৮ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে জিলহজ, ১৪৪৬ হিজরি

শিক্ষার্থীদের পেশাগত জীবনের সূচনা ত্বরান্বিত করতে একসাথে ইউসিবিডি ও শান্তা হোল্ডিংস

নিউজ ডেস্ক
প্রকাশিত মে ১৯, ২০২৫
শিক্ষার্থীদের পেশাগত জীবনের সূচনা ত্বরান্বিত করতে একসাথে ইউসিবিডি ও শান্তা হোল্ডিংস

মেন্টরশিপ উদ্যোগ, ক্যারিয়ার-বিল্ডিং সহায়তা ও বাস্তব অভিজ্ঞতা গ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা যেন দ্রুতই তাদের ক্যারিয়ারের যাত্রা শুরু করতে পারেন এ লক্ষ্যে সম্প্রতি শান্তা হোল্ডিংস লিমিটেডের সাথে এক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবিডি)। এ চুক্তি স্বাক্ষরের মাধ্যমে আন্তর্জাতিক শিক্ষাকে স্থানীয় শিল্পখাতের সঙ্গে সংযুক্ত করার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করল ইউসিবি ও শান্তা হোল্ডিংস। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি ইউসিবিডি ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।

এ চুক্তির অধীনে ইউসিবিডি’র শিক্ষার্থীরা নির্দিষ্ট কিছু মানদণ্ডের ভিত্তিতে শান্তা হোল্ডিংস লিমিটেডে ইন্টার্নশিপ ও চাকরির সুযোগ পাবেন। তারা নলেজ শেয়ারিং সেশন, অতিথি বক্তৃতা, প্রশিক্ষণ কর্মসূচি, মেন্টরশিপ এবং পেশাগত জীবনের বিকাশে দিক-নির্দেশনাগত সুবিধাও পাবে। ক্যারিয়ার ও পেশা নিয়ে শিক্ষার্থীদের সম্যক ধারণা প্রদানে ও তাদের মধ্যে নেতৃত্বে গুণাবলীর বিকাশে ভূমিকা রাখবে এ উদ্যোগগুলো।

এ নিয়ে ইউনিভার্সাল কলেজ বাংলাদেশের চিফ অপারেটিং অফিসার কিংশুক গুপ্ত বলেন, “আমরা মনে করি, অ্যাকাডেমিক ক্ষেত্রে উৎকর্ষ অর্জনের পাশাপাশি কর্মজীবনে সুযোগ তৈরিতেও শিক্ষা সম্ভাবনার নতুন দ্বার উন্মোচন করে। শান্তা হোল্ডিংস লিমিটেডের সাথে আমাদের এ অংশীদারিত্ব শিক্ষার্থীদের দেশের শীর্ষস্থানীয় একটি প্রতিষ্ঠানের কার্যক্রম সম্পর্কে জ্ঞান ও অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দেবে। এ ধরনের অভিজ্ঞতা তাদের ভবিষ্যতের নেতৃত্ব হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
শান্তা হোল্ডিংস লিমিটেডের হেড অব অপারেশনস মাহবুব আহমেদ বলেন, “আমরা মেধাবীদের সঠিক পরিচর্যায় বিশ্বাস করি। ইউনিভার্সাল কলেজ বাংলাদেশের সাথে আমাদের অংশীদারিত্ব শিক্ষার্থীদের করপোরেট জগতের পরিবর্তনশীল বাস্তবতায় স্বাগত জানাতে এবং তাদের ক্যারিয়ার গঠনে সঠিক দিক-নির্দেশনা পেতে সহায়তা করবে। এই তরুণ শিক্ষার্থীরাই ভবিষ্যতে নেতৃস্থানীয় ভূমিকা রাখবে। আর শিক্ষার্থীদের সুযোগ ও মেন্টরশিপ প্রদান করে তাদের ক্যারিয়ারের বিকাশের মাধ্যমে দেশের অর্থনীতিতে অবদান রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এসটিএস ক্যাপিটাল লিমিটেড চিফ ফিন্যান্সিয়াল অফিসার এস এম রহমাতুল মুজিব; প্রতিষ্ঠানটির হেড অব এইচআর শাহারিয়া সুলতানা রিয়া; ইউনিভার্সাল কলেজ বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এস এম রিসালাত রহমান; শান্তা হোল্ডিংস লিমিটেডের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের হেড ইরশাদুর রহমান; ও শান্তা হোল্ডিংস লিমিটেডের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ফারহান ইসলাম শিহাব।

ইউসিবিডি বাংলাদেশের প্রথম এবং অন্যতম শীর্ষ ইন্টারন্যাশনাল এডুকেশনাল হাব। ইউসিবিডি মোনাশ ইউনিভার্সিটি (অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া), ইউনিভার্সিটি অব লন্ডন–এলএসই, ইউনিভার্সিটি অব সেন্ট্রাল ল্যাঙ্কাশায়ার (ইউসিএলএএন) এর সাথে অংশীদারিত্বে স্নাতক ডিগ্রি অর্জনসহ এবং বিশ্বের ৭০টির বেশি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ প্রদান করে।

June 2025
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930