• ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ৩০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

শিক্ষার গুণগতমান নিশ্চিত করার জন্য প্রয়োজন সময়োপযোগী শিক্ষক

নিউজ ডেস্ক
প্রকাশিত মার্চ ৩, ২০২৫
শিক্ষার গুণগতমান নিশ্চিত করার জন্য প্রয়োজন সময়োপযোগী শিক্ষক

শহীদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ শিক্ষার গুণগতমান উন্নয়নে ১০ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা ২০২৫ আয়োজন করে। শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার দ্বিতীয় দিনের প্রথম অধিবেশন পরিচালনা করেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ মেজর মোহাম্মদ পারভেজ, এইসি “কর্মক্ষেত্রে আচরণবিধি” বিষয়ে কার্যকর ও চমৎকার একটি অধিবেশন পরিচালনা করেন।

দ্বিতীয় অধিবেশন পরিচালনা করেন অত্র প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক আব্দুস সালাম “একজন শিক্ষার্থীর সুপ্ত প্রতিভাগুলো প্রকাশের অন্তরায় ও একজন আদর্শ শিক্ষকের করণীয়” বিষয়ে চমৎকার একটি অধিবেশন পরিচালনা করেন।