• ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে রমজান, ১৪৪৬ হিজরি

শুধু মেধাবী নয়,পিছিয়ে পরা শিক্ষার্থীদেরও মূল্যায়ন না করলে তারা মনে কষ্ট পায়ঃ ইমদাদুল হক তালুকদার

নিউজ ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ১৫, ২০২৫

ময়মনসিংহ, বিশেষ প্রতিনিধি:

কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার বলেছেন,দেশে প্রচলিত একটাপ্রথা চালু,শুধু কৃতী মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা,বৃত্তি প্রদান করা হয়।যারা পিছিয়ে পরা,ঝরে পরাদের কোন মূল্যায়ন করা হয়না।এতে তাদের মনে অনেক কষ্ট পেযে তারা আরও পিছিয়ে পরে।
তিনি পিছিয়ে ও ঝরেপরা শিক্ষার্থীদের মুল্যায়ন করতে হবে।

শনিবার সকাল সাড়ে ১১ টায় কেন্দুয়া উকজেলা পরিঁষদ মিলনায়তনে গরীব অথচ মেধাবীদের বৃত্তি প্রদান উপলক্ষে একথা বলেন।
শনিবার সকাল ১১ টায় কেন্দুয়া উপজেলা সমিতি ঢাকা শিক্ষা ট্রাস্ট আয়োজিত গরীব অথচ মেধাবী শিকরষার্থীদের মাঝে বৃত্তি প্রদান উপলক্ষে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
প্রকৌশলী রেহান মিয়ার সঞ্চালনায় বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক ও শিক্ষা ট্রাষ্টের আজীবন দাতা সদস্য রোটারিয়ান এম নাজমুল হাসান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, জীবন থেকে অনেক বড় স্বপ্ন দেখতে হবে। স্বপ্ন না থাকলে জীবনে সাফল্য অর্জন সম্ভবনা।
৪৯ জন মেধাবী শিকরষার্থীর মধ্যে ১৭ জন মাদ্রাসার ছাত্র- ছাত্রী রয়েছে।
বৃত্তি প্রদান অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান,উপজেলা বি এনপির সভাপতি মোঃ মজিবুর রহমান মজনু, কেন্দুয়া উপজেলা সমিতি ঢাকার আহবায়ক এরশাদুল ইসলাম সৈকত, ও সৈযধ মোঃ সিয়াম প্রমুখ।

March 2025
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031