• ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ৮ই শাবান, ১৪৪৬ হিজরি

শুরু হলো জাবের অ্যান্ড জুবায়ের লিমিটেড এর ১৫তম ফ্যাব্রিক উইক

নিউজ ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ১৫, ২০২৫
শুরু হলো জাবের অ্যান্ড জুবায়ের লিমিটেড এর ১৫তম ফ্যাব্রিক উইক

জাবের অ্যান্ড জুবায়ের ফ্যাব্রিক লিমিটেড অত্যন্ত আনন্দের সাথে ঘোষণা করেছে যে তারা স্প্রিং/সামার ‘২৬ থিম এবং ফ্রেন্ডকে কেন্দ্র ১৫তম ফ্যাব্রিক উইক আয়োজন করেছে। এই ইভেন্ট টি তাদের গুলশানের ডিজাইন স্টুডিওতে অনুষ্ঠিত হচ্ছে। চলবে ১৪ জানুয়ারি থেকে ১৯ জানুয়ারি, প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এই ফ্যাব্রিক উইক এ জাবের অ্যান্ড জুবায়ের ফ্যাব্রিক লিমিটেড তাদের নতুন বুননের ফ্যাব্রিক পণ্যের একটি অনন্য লাইন উন্মোচন করবে,যা স্থায়িত্বশীল উপাদান ব্যবহার করে তৈরি এবং উদ্বোবনী প্রযুক্তিতে সমৃদ্ধ। এই বছরের প্রদর্শনীতে তারা পাইন অ্যাপল, সাইক্লো, নাইলন,সরোনা,জুট,কলা, রিজেন এগ্ৰি, রিসাইকেলড ইলাস্ট্রেশন, সাকুলোস হাইপার স্ট্রেচ ফ্যাব্রিক এবং আরো অনেক নতুন উপকরণ প্রদর্শন করবে। জাবের অ্যান্ড জুবায়ের ফ্যাব্রিক লিমিটেড হলো নোমান গ্ৰূপ অফ ইন্ডাস্ট্রিজের বৃহত্তম টেক্সটাইল বিভাগ, যার বার্ষিক মোট ব্যবসা পরিমাণ ১.৩ বিলিয়ন ডলার। নোমান গ্ৰূপ গত ৫৬ বছর ধরে দেশের টেক্সটাইল শিল্প কে নেতৃত্ব দিয়ে আসছে। জাবের অ্যান্ড জুবায়ের ফ্যাব্রিক লিমিটেড বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান যা সরকারের পক্ষ থেকে ১৩বার ধারাবাহিক ভাবে সবোর্চ্চ রপ্তানির পুরস্কার অর্জন করেছে। ইতোমধ্যে এই ইভেন্টের জন্য অনেক উৎসাহী ব্যক্তি নিবন্ধন করেছেন। বিশ্বের বিভিন্ন নামকরা ফ্যাশন রিটেইলার এবং ক্রয়কারী সংস্থা গুলো বছরে দুই বার জাবের অ্যান্ড জুবায়ের ফ্যাব্রিক উইক এ অংশ গ্ৰহন করে নতুন উদ্ভাবন খুঁজে পেতে।

February 2025
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728