• ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ৮ই শাবান, ১৪৪৬ হিজরি

শেকৃবি’র উদ্যানতত্ত্ব বিভাগ ও এমজিবি’র উদ্যোগে নগর কৃষির প্রসার

নিউজ ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ১৭, ২০২৫
শেকৃবি’র উদ্যানতত্ত্ব বিভাগ ও এমজিবি’র উদ্যোগে নগর কৃষির প্রসার

নগর কৃষির প্রসার ও টেকসই খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) উদ্যানতত্ত্ব বিভাগ এক অভিনব উদ্যোগ গ্রহণ করেছে। শুক্রবার, পরিবেশবাদী সংগঠন মিশন গ্রিন বাংলাদেশকে ঢাকার অনাবাদি জমিতে সবজি চাষের লক্ষ্যে বিভিন্ন প্রকার সবজির চারা হস্তান্তর করা হয়।
এই উদ্যোগটি শুধুমাত্র খাদ্য ও পুষ্টির চাহিদা মেটাতে সহায়তা করবে না, বরং পরিবেশ সংরক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা। উদ্যানতত্ত্ব বিভাগের পক্ষ থেকে জানানো হয়, চারা হস্তান্তরের মাধ্যমে নগর কৃষির প্রসার ঘটানো এবং নিম্ন আয়ের মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখা সম্ভব হবে।

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যানতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, “ঢাকার বিভিন্ন লেকের আশেপাশে যেসব জমি অনাবাদি পড়ে ছিল, সেগুলোতে আমরা সবজি চাষের উদ্যোগ নিয়েছি। এই প্রকল্পের মাধ্যমে নগরীর অনাবাদী জমি এবং বাড়ির ছাদে স্বাস্থ্যসম্মত সবজি উৎপাদন করা সম্ভব, যা মানুষের খাদ্য ব্যয় কমাতে সাহায্য করবে। উদ্যানতত্ত্ব বিভাগ ইতোমধ্যে কড়াইল বস্তিসহ ঢাকার বিভিন্ন এলাকায় ছাদ কৃষির জন্য বিনামূল্যে চারাগাছ বিতরণ অব্যাহত রেখেছে এবং ভবিষ্যতেও এই কার্যক্রম চলমান থাকবে।” তিনি আরো বলেন, “এই উদ্যোগটি শুধু নগর কৃষির উন্নয়নই করবে না, বরং পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং স্থানীয় জনগণের পুষ্টির চাহিদা পূরণে সহায়ক হবে।”

এ বিষয়ে মিশন গ্রিন বাংলাদেশের নির্বাহী পরিচালক আহসান রনি বলেন, “আজকের এই উদ্যোগ নগর কৃষির দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। নগরাঞ্চলে অনাবাদি জমিগুলোকে কৃষিকাজের আওতায় এনে আমাদের খাদ্য নিরাপত্তা বৃদ্ধি করতে হবে। বিশেষত, উন্নয়নশীল শহরগুলোর জন্য এ ধরনের প্রকল্পগুলো পরিবেশের জন্যও অত্যন্ত উপকারী। আমরা আশা করি, এই প্রকল্পটি শুধু ঢাকাতেই নয়, দেশের অন্যান্য শহরেও ছড়িয়ে পড়বে এবং মানুষের জীবনযাত্রা উন্নত করবে।”

মিশন গ্রিন বাংলাদেশের প্রকল্প পরিচালক কৃষিবিদ আবুল বাশার মিরাজ বলেন, “শহরের অনাবাদি স্থানগুলোতে সবজি চাষের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ, স্থানীয় খাদ্য উৎপাদন বৃদ্ধি এবং খাদ্য আমদানির ওপর নির্ভরশীলতা কমানো সম্ভব। এই উদ্যোগটি নগর কৃষির উন্নয়ন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতে এক নতুন দিগন্তের সূচনা করবে, যা শহরের মানুষদের আরও স্বাবলম্বী ও পরিবেশবান্ধব জীবনযাত্রার পথে নিয়ে যাবে। আমরা এই উদ্যোগটির মাধ্যমে শুধু খাদ্য নিরাপত্তাই নিশ্চিত করতে পারব না, বরং পরিবেশের ক্ষতি রোধ করতে এবং মানুষের জীবনমান উন্নয়নে সহায়তা করতে পারব।”

এসময় মিশন গ্রিন বাংলাদেশের স্বেচ্ছাসেবক ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় পরিবেশ ক্লাবের (প্রস্তাবিত) সদস্যরা উপস্থিত ছিলেন এবং তাঁরা এই উদ্যোগটির সাথে সহযোগিতা ও একসাথে কাজ করার প্রতিশ্রুতি দেন।

February 2025
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728