• ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ৮ই শাবান, ১৪৪৬ হিজরি

শেরপুরে ঘোড়া জবাই করে পুলিশের হাতে ধরা।

নিউজ ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ১৫, ২০২৫
শেরপুরে ঘোড়া জবাই করে পুলিশের হাতে ধরা।

মোঃ নজরুল ইসলাম জাকি :

বগুড়ার শেরপুরে ঘোড়া জবাই করায় তৌহিদ ও সালমানকে ‍পুলিশ হেফাজতে নিয়ে শেরপুর থানার পুলিশ।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬ ঘটিকায় উপজেলার শাহ বন্দেগী ইউনিয়নের ধরমোকাম গ্রামে তৌহিদের বাসায় ঘোড়া জবাই করে। প্রথমে ধরমোকাম গ্রামের মসজিদের মোয়াজ্জিন সাহেব কে ঘোড়া জবাই করার জন্য নিয়ে গেলে মোয়াজ্জিন সাহেব ঘোড়া দেখে জবাই করতে অস্বীকৃতি জানালে পরে নিজেরাই ঘোড়া জবাই করে। সেখানে ঘোড়ার চামড়া ছিলার কাজ করছে উক্ত গ্রামের শাহ জামাল মিস্ত্রীর ছেলে আব্দুর রাজ্জাক। সেখানে প্রায় ১০ থেকে ১২ জন ঘোড়া জবাইয়ের সাথে জড়িত। প্রথমে মোস্তফা, তারেক সহ কয়েকজন ঘোড়া জবাই দেখতে পায়। পরে পুলিশে খবর দিলে বাঁকিরা পালিয়ে গেলেও ধরমোকাম গ্রামের সৈয়দ আহম্মেদ এর পুত্র মোঃ তৌহিদ হাসান ও তার শ্যালক ফুলতলা গ্রামের লিয়াকত আলীর পুত্র মোঃ সালমান কে শেরপুর থানার পুলিশ উঠে নিয়ে যায়।

ধরমোকাম গ্রামের জনসাধারনের অভিযোগ তৌহিদ এর শুশুর লিয়াকত আলীর কাশবন হোটেলে দীর্ঘদিন যাবৎ ঘোড়ার মাংস সরবরাহ করে আসছে।

এ ব্যাপারে শেরপুর থানার ভারপ্রাপ্ক কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম জানান, ঘোড়া জবাইয়ের সাথে জড়িত দুইজনকে থানায় নিয়ে আসা হয়েছে কিন্তু তাদের এখনও গ্রেপ্তার দেখানো হয় নাই। পরে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

February 2025
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728