বগুড়ার শেরপুর উপজেলা বিএনপির উদ্যোগে সাবেক ছাত্রনেতা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মরহুম হাফিজুর রহমান হাফিজ এর স্মরণ সভায় মরহুমের রুহের মাগফেরাত কামনা, দোয়া ও মিলাদ মাফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) বাদ আছর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠষ্টিত শেরপুর উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রফিকুল ইসলাম মিন্টুর সঞ্চালনায় দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপির কেন্দ্রীয় কমিটির কার্য নির্বাহি সদস্য কে, এম মাহবুবুর রহমান হারেজ, জেলা বিএনপির উপদেষ্টা আলহাজ্ব শফিকুল আলম তোতা, সিনিয়র সহ সভাপতি পিয়ার হোসেন পিয়ার, সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন, শেরপুর উপজেলা বিএনপির সহ সভাপতি আব্দুল হাই সিদ্দিকী হেলাল, হামিদুর রহমান বেলাল, মোঃ ফিরোজ, আব্দুল মোনায়েম খান, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুর রহমান টুলু, মোস্তাফিজুর রহমান নিলু, আবু সাঈদ, বদিউজ্জামান বদি, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মোয়াজ্জেম হোসেন, প্রচার সম্পাদক নজরুল ইসলাম জাকি, উপজেলা বিএনপির সহ-অর্থ বিষয়ক সম্পাদক আলহাজ্ব খায়রুল আলম চায়না, প্রবাসী কল্যাণ সম্পাদক কায়কোবাদ, উপজেলা যুবদলের আহবায়ক আশরাফুদ্দৌলা মামুন, পৌর যুবদলের আহবায়ক শাহাবুল করিম, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক সবাইদুল ইসলাম, মোঃ গোলাম মোস্তফা আলমগীর, চপল, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মাহাব্বত আলী সরকার, পৌর শ্রমিক দলের সভাপতি মুকুল হোসেন, উপজেলা কৃষক দলের সদস্য সচিব মোহাম্মদ নুরুল ইসলাম নূর, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হাফিজুল আসিফ শাওন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাজু আহমেদ, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা আফরোজা খাতুন ডিনা, সাংগঠনিক সম্পাদিকা সুরাইয়া লায়লা, পৌর মহিলা দলের সভানেত্রী শাহনাজ পারভীন, পৌর মহিলা দলের সাংগঠনিক সুইটি আকতার মিষ্টি, উপজেলা ছাত্রদল নেতা জাকারিয়া হোসেন বাকী সহ প্রমুখ।
অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করে উপজেলা বিএনপির সাধারন সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু।