জুড়ীতে ১৫ই আগস্ট স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪’তম শাহাদাত বার্ষিকী জাতীয় শোক দিবস উপলক্ষ্যে জুড়ী উপজেলা প্রশাসন ও মহিলা অধিদফতরের উদ্যোগে এক শোক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাঙালি জাতির অধিকার আদায়ের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবের আত্মত্যাগ-কে স্মরণ করে এ র্যালি ও আলোচনা সভায় অংশ নেন জুড়ী উপজেলা প্রশাসনের নেতৃবৃন্দ, রাজনিতিবিদ, মুক্তিযোদ্ধা ও তরুন সমাজ।
এ আলোচনা সভায় বিশেষ অথিতির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক স্মরণ করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গৌরব গাঁথা। হল্যান্ড আওয়ামীলীগ সভাপতি তাঁর বক্তব্যে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন বাঙ্গালি জাতির জন্য তার মহান আত্মত্যাগকে।
তিনি বলেন ‘বাঙ্গালি জাতির মহাপুরুষ বঙ্গবন্ধু শেখ মুজিবের ডাকে মাত্র ১৭ বছর বয়সে বড় দুই ভাইয়ের সাথে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছি। জীবন বাজি রেখে দেশকে স্বাধীন করে দেশে ফিরেছি। দেশি বিদেশি ষড়যন্ত্র বঙ্গবন্ধুকে হত্যার পর সামরিক সরকার আমার মত অনেক মুক্তিযোদ্ধাকে খুন করে। আমাকে দেশ ছাড়তে বাধ্য করে। জাতীয় শোক দিবসে আমাদের প্রতিজ্ঞা নিতে হবে, শোককে পরিণত করতে হবে শক্তিতে’
দীর্ঘ ৪৩ বছর ইউরোপে কাটিয়ে দেশে ফিরে মাত্র এক মাসের ক্যারিশমাটিক প্রচারণায় উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন জনাব ফারুক। ২১শে আগস্ট কিংবা ১/১১ এর কঠিন সময়ে ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের পাশে।