• ৩রা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৮ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ , ৩০শে রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সরাসরি কলকাতা ও চেন্নাই ফ্লাইট চালু করবে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস

নিউজ ডেস্ক
প্রকাশিত আগস্ট ৪, ২০২৪
সরাসরি কলকাতা ও চেন্নাই ফ্লাইট চালু করবে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস

আন্তর্জাতিক কানেক্টিভিটি সম্প্রসারন এবং ভারত ও বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধির লক্ষ্যে ভারতের বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস আগামী ৩ সেপ্টেম্বর ঢাকা থেকে সরাসরি কলকাতা ও চেন্নাই ফ্লাইট চালু করতে যাচ্ছে। এই রুট দুইটিতে অন্যান্য এয়ারলাইন্স এর চেয়ে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসে ২৫ ভাগ কম ভাড়ায় ভ্রমণ করা যাবে।
ভারতীয় পতাকাবাহী এয়ার ইন্ডিয়ার সহযোগী সংস্থা এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ঢাকা-কলকাতা-ঢাকা এবং ঢাকা-চেন্নাই-ঢাকা রুটে দৈনিক ফ্লাইট পরিচালনা করবে। একমুখী ভাড়া শুরু ঢাকা-কলকাতা রুটে ৬৭৬০ টাকা এবং ঢাকা-চেন্নাই রুটে ১০,৪২৩ টাকা। ফিরতি ভাড়া শুরু যথাক্রমে ১১,৭৬৪ টাকা এবং ১৭,১৬০ টাকা।
স্থানীয় জেনারেল সেলস এজেন্ট (জিএসএ) মাস ট্রাভেল অ্যান্ড ট্যুরস লিমিটেড ও রিদম গ্রূপের ব্যবস্থাপনা পরিচালক সোহাগ হোসেন বলেন, এই দুটি গন্তব্যস্থলে বর্তমানে পরিচালিত অন্যান্য উড়োজাহাজ সংস্থাগুলোর তুলনায় এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসে ভাড়া ২৫ থেকে ৩০ ভাগ কম হবে। তিনি আরও বলেন, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ঢাকা থেকে অন্যান্য গন্তব্যে পরিষেবা সম্প্রসারণ এবং চট্টগ্রাম ও সিলেট বিমানবন্দর থেকে ফ্লাইট চালু করার পরিকল্পনা করছে।
এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ঢাকা রুটে নতুন বোয়িং ৭৩৭ ম্যাক্স উড়োজাহাজ ব্যবহার করবে, যেখানে বিজনেস ক্লাসও থাকছে। যা সাধারণত বাজেট ক্যারিয়ার থাকে না।
এই বিমান সংস্থাটি ভারত, মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার ৪৫টি গন্তব্যে সাপ্তাহে ২০০০ টিরও বেশি ফ্লাইট পরিচালনা করছে। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বহরে ৫৯ টি উড়োজাহাজ রয়েছে। উড়োজাহাজ সংস্থাটি নতুন ১৬১ টি বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ এবং ম্যাক্স ১০ প্লেন অর্ডার করেছে এবং প্রতি মাসে গড়ে চারটি নতুন উড়োজাহাজ এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বহরে যুক্ত হচ্ছে।

October 2024
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031