• ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ১৮ই রমজান, ১৪৪৬ হিজরি

সাদুল্লাপুরে ইউনিয়ন বিএনপির সভাপতি পদে দুই প্রার্থীর ভোট সমান হওয়ায় হাতাহাতি ও সড়ক অবরোধ

নিউজ ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ৫, ২০২৫
সাদুল্লাপুরে ইউনিয়ন বিএনপির সভাপতি পদে দুই প্রার্থীর ভোট সমান হওয়ায় হাতাহাতি ও সড়ক অবরোধ

গাইবান্ধা,মোঃ আবু জাফর মন্ডলঃ

গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলায় ইউনিয়ন বিএনপির
সভাপতি পদে দুই প্রার্থীর ভোট সমান হওয়ায় নেতাকর্মীদের মাঝে হাতাহাতি ও সড়ক অবরোধ করছে। এর ধারা বিবরনে উল্লেখ থাকে যে, সাদুল্লাপুর উপজেলার
ধাপেরহাট ইউনিয়ন বিএনপির সভাপতি পদকে কেন্দ্র করে গত
মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে সাদুল্লাপুর উপজেলা শহরের চৌমাথা মোড়ে সড়ক অবরোধ করেন সভাপতি পদের প্রার্থী আমিনুর রহমান মিলনের পক্ষের নেতাকর্মীরা। এসময় তারা ফলাফল ঘোষণার দাবি জানিয়ে বিক্ষোভ করেন।

এক ঘন্টার বেশি সময় ধরে সড়কে বসে নেতাকর্মীরা অবস্থান করলেও থানা পুলিশকে নিরবে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। পরে রাত সাড়ে ১২টার দিকে সেনাবাহিনীর হস্তক্ষেপে নেতাকর্মীরা ধাপেরহাটে ফিরে গেলে পরিস্থতি শান্ত হয়।

এরআগে, দিনভর অনুষ্ঠিত কাউন্সিলে সভাপতি পদে দুই প্রার্থীই সমান ভোট পান। এতে ফলাফল ঘোষণায় বিপত্তি ঘটে। পরে জেলা ও উপজেলার নেতারা সাদুল্লাপুরে দলীয় কার্যালয়ে এসে আজ বুধবার যাচাই-বাছাই করে ফলাফল ঘোষণার সিদ্ধান্ত দেন।

এতে বিক্ষুদ্ধ হয়ে উঠেন নেতাকর্মীরা। এসময় নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে।

দ্বিবার্ষীক কাউন্সিলে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ তিনটি পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করেন। কাউন্সিলে মোট ৪৫৯ জনের মধ্যে ৪৫৮ জন তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করেন।

March 2025
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031