• ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ৩০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি আবদুর রউফ এর মৃত্যুতে আইন উপদেষ্টার শোক

নিউজ ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ৯, ২০২৫
সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি আবদুর রউফ এর মৃত্যুতে আইন উপদেষ্টার শোক


সাবেক প্রধান নির্বাচন কমিশনার এবং অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ এর পিতা বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ
এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

আইন উপদেষ্টা আসিফ নজরুল আজ এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

আজ (রোববার) সকাল ১০টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিচারপতি আবদুর রউফ (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) । তিনি দীর্ঘদিন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়ছিল ৯১।

বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ ১৯৯০ সালের ২৫ ডিসেম্বর থেকে ১৯৯৫ সালের ১৮ এপ্রিল পর্যন্ত বাংলাদেশের পঞ্চম প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন । বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ও আপিল বিভাগের বিচারপতি হিসেবেও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন তিনি।