সুবিধাবঞ্চিত শিশুদের জন্য স্কুল লাইব্রেরি প্রতিষ্ঠা করবে লাইট অফ হোপ এবং লিলি চ্যারিটিস
সুবিধাবঞ্চিত শিশুদের জন্য স্কুল লাইব্রেরি প্রতিষ্ঠা করবে লাইট অফ হোপ এবং লিলি চ্যারিটিস
নিউজ ডেস্ক
প্রকাশিত জুলাই ১২, ২০২৪
প্রাথমিক বিদ্যালয়ের সুবিধাবঞ্চিত শিশুদের বই পড়ার অভ্যাস গড়ে তুলতে, জ্ঞান-দক্ষতা বাড়াতে, মানসিক বুদ্ধিমত্তা এবং নৈতিক মূল্যবোধকে উন্নত করতে আমেরিকা ভিত্তিক অলাভজনক সংস্থা লিলি চ্যারিটিস ও লাইট অফ হোপের অংশীদারিত্বে “পড়ুয়া” কর্মসূচির অধীনে প্রাথমিক পর্যায়ে ঢাকার ১৬ টি স্কুলে লাইব্রেরি স্থাপন করবে।
স্কুল লাইব্রেরি শিশুদের বই পড়তে আগ্রহী করে তোলে তাদের একাডেমিক সাফল্য অর্জনে সহায়তা করে। শিশুদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে স্কুল লাইব্রেরির ভূমিকা অপরিসীম।
বাংলাদেশে প্রাথমিক বিদ্যালয়ের সুবিধাবঞ্চিত শিশুদের বই পড়ার অভ্যাস গড়ে তুলতে, জ্ঞান-দক্ষতা বাড়াতে, মানসিক বুদ্ধিমত্তা এবং নৈতিক মূল্যবোধকে উন্নত করতে আমেরিকা ভিত্তিক অলাভজনক সংস্থা লিলি চ্যারিটিস ও লাইট অফ হোপের অংশীদারিত্বে “পড়ুয়া” কর্মসূচির অধীনে প্রাথমিক পর্যায়ে ঢাকার ১৬ টি স্কুলে লাইব্রেরি স্থাপন করবে।
২০১৫ সাল থেকে লাইট অফ হোপের “পড়ুয়া” কর্মসূচি বাংলাদেশে ৬০০ টিরও বেশি প্রাথমিক বিদ্যালয়ের লাইব্রেরি প্রতিষ্ঠা করেছে যাতে শিশুদের বয়স-উপযোগী প্রায় দুই লাখ বই এবং পাঠ সহায়ক উপকরণ প্রদান করেছে, যার মাধ্যমে আড়াই লক্ষ শিশু বই পড়ার সুযোগ পাচ্ছে।
ব্যক্তিগত, কর্পোরেট, এবং অলাভজনক প্রতিষ্ঠানের অনুদান এবং লাইট অফ হোপের আয়ের একটি অংশ “পড়ুয়া” কর্মসূচিতে ব্যয় করে। লাইট অফ হোপের প্রতিষ্ঠাতা, জাতীয় পুরস্কার বিজয়ী উদ্যোক্তা ওয়ালিউল্লাহ ভূঁইয়া বলেন, “সবার সাথে কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে ১ লাখ প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়া কর্মসূচির মাধ্যমে লাইব্রেরি প্রতিষ্ঠা করতে চাই।”