• ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ১৮ই রমজান, ১৪৪৬ হিজরি

সৌদি আরবে প্রবাসী ব্যবসায়ীকে অপহরণ করে ৩৫ লাখ টাকা মুক্তিপণ আদায়; খিলগাঁও থানা পুলিশ কর্তৃক সংঘবদ্ধ অপহরণকারী চক্রের তিন সদস্য গ্রেফতার

নিউজ ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ১, ২০২৫
সৌদি আরবে প্রবাসী ব্যবসায়ীকে অপহরণ করে ৩৫ লাখ টাকা মুক্তিপণ আদায়; খিলগাঁও থানা পুলিশ কর্তৃক সংঘবদ্ধ অপহরণকারী চক্রের তিন সদস্য গ্রেফতার

সৌদি আরবের রিয়াদে প্রবাসী ব্যবসায়ী রাসেলকে অপহরণ করে আটকে রেখে দেশে থাকা তার পরিবারের কাছ থেকে ৩৫ লাখ ৩৫ হাজার টাকা মুক্তিপণ আদায় করার ঘটনায় সংঘবদ্ধ চক্রের বাংলাদেশে অবস্থানকারী তিন সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির খিলগাঁও থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- ১। আকরাম (৩৩), ২। মো. ইসমাঈল হোসেন (৩৪) ও ৩। মজিব রহমান নিলয় (২৬)। এ সময় তাদের হেফাজত হতে মুক্তিপণ হিসেবে আদায়কৃত বিভিন্ন ব্যাংকে থাকা ১২ লক্ষ টাকা আইনানুগ প্রক্রিয়ায় ফ্রিজ করা হয়।

বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার (২৯, ৩০ ও ৩১ জানুয়ারি ২০২৫ খ্রি.) লক্ষীপুর জেলার রামগঞ্জ থানা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানা এলাকায় ধারাবাহিক অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।

খিলগাঁও থানা সূত্রে জানা যায়, জনৈক রাসেল একজন সৌদিআরব প্রবাসী ব্যবসায়ী। গত ১১ জানুয়ারি ২০২৫ তারিখে একটি মোবাইল নম্বর থেকে তাকে ফোন দিয়ে ব্যবসার কথা বলে নির্দিষ্ট ঠিকানায় যেতে বলে। সেখানে গেলে একটি চক্র তাকে অপহরণ করে। অপহরণের পর তার চোখ বেঁধে মারধর করে একটি ঘরে আটকে রাখে। রাসেলকে আটকে রেখে তার ওপরে অমানুষিক নির্যাতন করে চক্রটি গত ১২, ১৩ ও ১৪ জানুয়ারি ২০২৫ তারিখে দেশে থাকা তার পরিবারের নিকট হতে চক্রটির দেশে অবস্থান করা সদস্যদের মাধ্যমে মুক্তিপণ হিসেবে বিভিন্ন বিকাশ নম্বর ও এজেন্ট ব্যাংক একাউন্টের মাধ্যমে ৩৫ লাখ ৩৫ হাজার টাকা আদায় করে। মুক্তিপণের টাকা পাওয়ার পর অপহরণকারী চক্রটি রাসেলকে সৌদি আরবের রিয়াদের রাস্তায় ফেলে চলে যায়। এ ঘটনায় ভুক্তভোগীর শশুর মো. কামরুল ইসলাম বাদী হয়ে গত ২১ জানুয়ারি ২০২৫ তারিখে খিলগাঁও থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

থানা সূত্র জানায়, মামলাটি রুজুর পর খিলগাঁও থানা পুলিশ অপহরণকারী চক্রের বাংলাদেশে অবস্থান করা সদস্যদের চিহ্নিত ও গ্রেফতারে তৎপরতা শুরু করে। মামলাটি তদন্তকালে প্রযুক্তির সহায়তায় অপরাধীদের চিহ্নিত করা হয়। এরপর গত বুধবার (২৯ জানুয়ারি ২০২৫ খ্রি.) সন্ধ্যা ১৯.৪৫ ঘটিকায় লক্ষীপুর জেলার রামগঞ্জ থানার সিরন্দী গ্রামে রামগঞ্জ থানা পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করে আকরামকে গ্রেফতার করা হয়। আকরামের দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি ২০২৫ খ্রি.) দুপুর ১২:৩০ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার সোনারামপুর বাজারে বাঞ্ছারামপুর থানা পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করে ইসমাঈল হোসেনকে গ্রেফতার করা হয়। এরপর শুক্রবার (৩১ জানুয়ারি ২০২৫ খ্রি.) বেলা ১১.০০ ঘটিকায় ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসিরনগর থানার রতনপুর গ্রামে অভিযান পরিচালনা করে মজিব রহমান নিলয়কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। দেশে অবস্থানকারী চক্রের অন্যান্যদের গ্রেফতার ও মুক্তিপণের অবশিষ্ট অর্থ উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

March 2025
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031