• ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ৮ই শাবান, ১৪৪৬ হিজরি

স্বাভাবিক শিক্ষা জীবনে ফিরতে আকুতি প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থীদের

নিউজ ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ৬, ২০২৫
স্বাভাবিক শিক্ষা জীবনে ফিরতে আকুতি প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থীদের

মোহাম্মদ তারেক, বিশেষ প্রতিনিধি

বিওটির অপসারণ, স্থায়ী ক্যাম্পাস নির্মাণ, নিরপেক্ষ প্রশাসক দিয়ে দ্রুত অ্যাকাডেমি কার্যক্রম সচল ও বিওটি নিয়োগ এবং দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন বেসরকারি প্রাইমএশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। সোমবার (৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন শিক্ষার্থীরা।

এসময় শিক্ষার্থীরা স্বাভাবিক শিক্ষা জীবনে ফেরার আকুতি জানান। পাশাপাশি সংবাদ সম্মেলন থেকে শিক্ষার্থীরা সরকারের কাছে বিশ্ববিদ্যালয়টির বিওটি চেয়ারম্যান নজরুল ইসলামের বিরুদ্ধে অবৈধ পদ দখল, বিশ্ববিদ্যালয়ের অর্থ আত্মসাৎ এবং বিভিন্ন দুর্নীতির অভিযোগ এনে ব্যবস্থা নেয়ার দাবি জানান।
শিক্ষার্থীদের দাবি, দীর্ঘ ২১ বছরের উপেক্ষা আর অবহেলার চূড়ান্ত শিকার প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিভিন্ন বোর্ড অব ট্রাস্টিজের দুর্নীতি আর অনিয়মের কারণে দুই দশকেও বিশ্ববিদ্যালয়টি নিজস্ব ক্যাম্পাস যেতে পারেনি।

এর আগেও ২০১০ সালে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ২০১২ সালে পূর্বাচলের ৩০০ ফিটে নিজস্ব ক্যাম্পাসের জন্য জমি ক্রম করে বিশ্ববিদ্যালয়টি। তবে দুর্নীতির কারণে স্থায়ী ক্যাম্পাসের মুখ দেখেনি শিক্ষার্থীরা।

দাবি আদায়ে গত ২০ ডিসেম্বর শিক্ষার্থীরা পুনরায় আন্দোলনে নামেন। আন্দোলনের মুখে ২১ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়টির ভিসি উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. শুভময় দত্ত পদত্যাগ করেন। এসময় তারা বিক্ষোভ মিছিল, ক্লাস পরীক্ষা বর্জন ও রাস্তা অবরোধ, ইউজিসি ও প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করে দাবি আদায়ের চেষ্টা করেন।

February 2025
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728