বিজয় ধর, রাঙামাটি
হাতি ও মানুষ দ্বন্ব নিরসনের লক্ষে আজ১০ ফেব্রুয়ারি সোমবার রাঙামাটিতে দিনব্যাপী প্রশিক্ষণ ও হাতি সুরক্ষাকারী দল গঠন করা হয়েছে। রাঙামাটির বরকল উপজেলার শুভলং ইউনিয়নের
কাচালংমুখ বন শুল্ক ও পরীক্ষণ ফাড়ি কার্যালয়ে প্রশিক্ষনের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো: রেজাউল করিম চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী বন কর্মকর্তা শ্যামল কুমার মিত্র, শুভলং বন শুল্ক ফাড়ির ষ্টেশন কর্মকর্তা মো: শরিফুল ইসলাম। প্রশিক্ষণে প্রশিক্ষক ছিলেন আইইউসিএন বাংলাদেশের আবু হুরারা। প্রশিক্ষণ শেষে বরুনাছড়ি ও কুরকুটিছড়ি এলাকার দশ জনের একটি হাতি সুরক্ষা দল গঠন করা হয়। এ দলটি হাতি সুরক্ষা, জানমালের রক্ষায় কাজ চালিয়ে যাবেন।
প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় বন কর্মকর্তা মো: রেজাউল করিম চৌধুরী বলেন, হাতি ও মানুষ দ্বন্ব নিরসনে সবাইকে এগিয়ে আসতে হবে। হাতির নিরাপদ অবাসস্হল, করিডোর স্হানীয় মানুষের মাঝে সচেতনা বৃদ্ধি করতে এ প্রশিক্ষণ অব্যাহত থাকবে।
তিনি আরো বলেন, হাতি থেকে মানুষকে বাচাতে হবে তেমনি হাতির প্রাণও রক্ষা করতে হবে এটি জাতি ও দেশের উপকারে আসবে।