• ৩রা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৮ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ , ৩০শে রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

দেশের স্বনামধণ্য মেকআপ আর্টিষ্ট ও সেলুন মালিক গনের বিউটি কনফারেন্স এবং গেট টুগেদার অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ১৬, ২০২৪
দেশের স্বনামধণ্য মেকআপ আর্টিষ্ট ও সেলুন মালিক গনের বিউটি কনফারেন্স এবং গেট টুগেদার অনুষ্ঠিত

রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে হারলেন এর সৌজন্যে বিউটি কনফারেন্স এন্ড গেট টুগেদার অনুষ্ঠিত হল।অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল চিত্র নায়িকা পূজা চেরী সহ হারলেন এর এক্সিকিউটিভ ডিরেক্টর চিত্র নায়ক ইমন এবং চিত্র জগতের সেলিব্রিটিরা,মডেলগন উপস্থিত ছিলেন।

মেকআপ আর্টিস্ট অ্যান্ড বিউটি (ব্লগার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ প্রতিষ্ঠাতা এবং সভাপতি মেকআপ শিল্পী এবং শিক্ষাবিদরা দেশের বিভিন্ন জায়গা থেকে অংশগ্রহণ করেছেন।আর ও অংশগ্রহণ করেছেন মডেল,নায়িকা সহ অনেকে।

“বিউটি কনফারেন্স ও গেট টুগেদার ২০২৪” শীর্ষক আজকের এই অনুষ্ঠানে বাংলাদেশের বিউটি সেক্টরের বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে আলোকপাত করবেন দেশের স্বনামধণ্য মেকআপ আর্টিষ্ট ও সেলুন মালিকগন।

“কোয়ালিটি বিউটি” শ্লোগান দিয়ে ২০১৭ সালে এর যাত্রা শুরু হয়। যার প্রতিষ্ঠাতা ও সভাপতি “সাহিদা আহসান”। যিনি আন্তর্জাতিক সনদ ও পুরষ্কার প্রাপ্ত।

WESRB এর শ্লোগান যেহেতু “কোয়ালিটি বিউটি” তাই কোয়ালিটি প্রডাক্ট সংগ্রহ করা খুবই জরুরী, কোয়ালিটি প্রডাক্ট এর প্রতিশ্রুতি নিয়ে আজকের অনুষ্ঠানে উপস্থিত হয়েছে HERLAN। দেশের বিউট সেক্টরের কোয়ালিটি প্রডাক্ট এর চাহিদা পূরনের লক্ষে HERLAN উৎপাদন ও সরবরাহের নিশ্চয়তা দিচ্ছে। যা বিউটি সেক্টরের জন্য খুবই গুরুত্বপূর্ন ভূমিকা পালন করবে। কোয়ালিটি প্রডাক্ট ও স্কিল আর্টিষ্ট এই দুই লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে HERLAN MAINB একই প্লাটফর্মে কাজ করে যাচ্ছে।

October 2024
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031