• ৩রা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৮ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ , ৩০শে রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

হিউস্টনে অনুষ্ঠিত হলো “Concert for Bangladesh”, জুলাই গণঅভ্যুত্থানে আহতদের পুনর্বাসনে তহবিল সংগ্রহ

নিউজ ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ২৪, ২০২৪
হিউস্টনে অনুষ্ঠিত হলো “Concert for Bangladesh”, জুলাই গণঅভ্যুত্থানে আহতদের পুনর্বাসনে তহবিল সংগ্রহ

গত ২১ সেপ্টেম্বর ২০২৪,( যুক্তরাষ্ট্র সময় বিকেল ৫ টা) এবং ২২ সেপ্টেম্বর ২০২৪ (বাংলাদেশ সময় ভোর ৩ টা) টেক্সাসের হিউস্টনে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে “Concert for Bangladesh” অনুষ্ঠিত হয়েছে, যেখানে জুলাই বিপ্লবে আহতদের পুনর্বাসনের জন্য তহবিল সংগ্রহ করা হয়েছে। ইউনিভার্সিটি অব হিউস্টনের স্টুডেন্ট সেন্টার থিয়েটারে আয়োজিত এই কনসার্ট থেকে প্রাপ্ত সকল অনুদান বাংলাদেশের এনজিও নারীপক্ষের মাধ্যমে আহতদের পুনর্বাসনে ব্যয় করা হবে।

কনসার্টের সূচনা হয় জুলাইয়ের গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের স্মরণ করে এবং তাদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য সলিডারিটি প্রকাশের মধ্য দিয়ে। মিউজিশিয়ান বাবনা করিমের বক্তব্যের পর বৈষম্য বিরোধী আন্দোলনে প্রতিটি নিঃস্বার্থ যোদ্ধা আর সকল শহীদদের স্মরণে উৎসর্গীকৃত কবি মোশাররফ হোসেন পাটওয়ারী নাহিদের কবিতা ‘অপারগতার গ্লানি’ আবৃত্তির ভিজ্যুয়াল প্রদর্শন হয়। কুল এক্সপোজারের প্রযোজনায় এবং ওস্তাদ আজিজুল ইসলামের বাশির ব্যাকগ্রাউন্ড মিউজিকে এ কবিতার সাথে সাগর সেনের কণ্ঠে অসাধারণ, আবেগপূর্ণ আবৃত্তি দর্শক শ্রোতাদের মন ছুঁয়ে যায়।

এরপর শুরু হয় গানের পর্ব, যেখানে হিউস্টনের জনপ্রিয় ব্যান্ড ‘হিউস্টন জ্যাম সেশন’, ‘অকটেভ’, এবং “কুহু এন্ড ফ্রেন্ডস” অসাধারণ পরিবেশনায় পুরো পরিবেশ প্রাণবন্ত করে তোলে।

কনসার্টের সমাপ্তি হয় সকল ব্যান্ডের যৌথ পারফরম্যান্সে “ধন ধান্য পুষ্প ভরা, আমাদের এই বসুন্ধরা,” গান দিয়ে, যা দর্শকদের আবেগে ভাসায়।

ইভেন্ট শেষে মোট ১৫ হাজার ডলার সংগ্রহ করা হয়, যা নারীপক্ষের মাধ্যমে আহতদের চিকিৎসা ও পুনর্বাসনে ব্যবহার করা হবে।

October 2024
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031