রোববার বিকেলে মৌলভীবাজার জেলা আওয়ামী লিগ কার্যালয় থেকে ৬ উপজেলায় সম্মেলনের তারিখ নির্ধারণ করে দেয়া হয়। সে মোতাবেক আগামি ১০ সেপ্টেম্বর জুড়ী উপজেলা আওয়ামী লীগের সম্মেলন। সম্মেলনের তারিখ প্রকাশের পর থেকে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দিনা বিরাজ করছে।
২০০৪ সালে উপজেলা প্রতিষ্ঠার পর ২৮ নভেম্বর আব্দুল খালিক চৌধুরীকে আহবায়ক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি করা হয়। এর পর ৯০ দিনের মধ্যে পূর্ণ কমিটি হবার কথা থাকলেও বিগত ১৫ বছরেও তা হয়নি। একে একে অই কমিটির অনেক নেতাকর্মী ইন্তেকাল করেছেন। অনেকে বিদেশ চলে গেছেন। খালি পদগুলো আর পূর্ণ হয় নি।
যার যার পছন্দের সভাপতি সম্পাদক প্রার্থীদের সমর্থনে ফেসবুক থেকে চায়ের আড্ডা মাতিয়ে তুলছেন। আবার উৎসাহ উদ্দীপনার সাথে কিছু নেতা কর্মীদের শংকাও সামাজিক মাধ্যমে লুকিয়ে থাকে নি। কমিটি শেষ পর্যন্ত হবে কি না। কাউন্সিলরগনের ভোটে সিদ্ধান্ত হবে না ছাত্রলীগ যুবলীগের মত আংশিক কমিটি হয়ে দিনের পর দিন ঝুলে থাকবে। বা চাপিয়ে দেয়া হবে ইচ্ছেমতন কমিটি?