বিমানসেনা প্রশিক্ষণ প্রতিষ্ঠান-এর ৩৬২ তম ব্যবস্থাপনা কোর্সের সনদপত্র বিতরণ অনুষ্ঠান ১৯ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার বিমানসেনা প্রশিক্ষণ প্রতিষ্ঠান চট্টগ্রামে অনুষ্ঠিত হয়। বিমানসেনা প্রশিক্ষণ প্রতিষ্ঠান এর কমান্ড্যান্ট এয়ার কমডোর মোঃ মাহামুদুর হাসান, বিএসপি, জিইউপি, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন। বাংলাদেশ বিমান বাহিনীর সার্জেন্ট পদমর্যাদার বিমানসেনাদের পেশাগত কাজে আরো দক্ষ ও সুশৃঙ্খল করে গড়ে তোলার জন্য এই কোর্সটি পরিচালিত হয়ে থাকে। বিভিন্ন ট্রেডের প্রশিক্ষণার্থীগণ উক্ত কোর্সে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বিমানসেনা প্রশিক্ষণ প্রতিষ্ঠান এর কর্মকর্তাগণ এবং বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক এর আমন্ত্রিত কর্মকর্তাগণসহ কোর্সের প্রশিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।