• ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৪শে রজব, ১৪৪৬ হিজরি

৪৯ বিশিষ্ট ব্যাক্তি ও বুদ্ধিজীবীর বিরুদ্ধে মামলা

নিউজ ডেস্ক
প্রকাশিত জুলাই ২৯, ২০১৯
৪৯ বিশিষ্ট ব্যাক্তি ও বুদ্ধিজীবীর বিরুদ্ধে মামলা

ভারতের বিগত লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদীর বিজেপি পুনরায় সরকার গঠনের পর দেশজুড়ে আবারো ব্যাপক সাম্প্রদায়িক অসহিষনুতা ও মুসলিম হত্যা ও নির্যাতনের প্রতিবাদে প্রধানমন্ত্রী মোদীকে চিঠি লিখেছিলেন দেশের ৪৯ বিশিষ্ট ব্যাক্তি ও বুদ্ধিজীবী।

কলকাতার নামকরা অভিনয়শিল্পী সৌমিত্র চট্টোপাধ্যায় ও অপর্ণা মুখারজী ও ভারতের নামকরা চিত্র পরিচালক আদুর গোপাল কৃষ্ণ, শ্যাম বেনেগাল, অনুরাগ কাশ্যাপ এর সাক্ষরসহ সে চিঠির প্রতিবাদে বিহার আদালতের মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে ধর্মীয় ভাবাবেগে আঘাত, রাষ্ট্রদ্রোহীতা সহ আরও কয়েকটি ধারার কথা উল্লেখ করে পিটিশন দাখিলের পর মামলা করা হয়।

উল্লেখ্য মোদীকে লেখা সে চিঠিতে বলা হয়েছে, দেশজুড়ে গরুর মাংস খাওয়া নিয়ে রাজনীতি হচ্ছে, জয় শ্রীরাম না বলায় পেটানো হচ্ছে। এমনকি হত্যাও করা হচ্ছে। এসব বন্ধ হওয়া উচিত।

অপর্ণা সেন এক সংবাদ সম্মেলনে প্রশ্ন তোলেন কেন অন্য ধর্মের মানুষকে জোর করে জয় শ্রীরাম বলানো হচ্ছে? আপনাকে যদি জোর করে কেউ আল্লাহু আকবার বলানো হয় কেমন লাগবে? এর জন্য যদি আপনাকে নির্যাতন করে হত্যা করা হয়?

January 2025
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031