সিরাজুল ইসলাম :: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জুড়ী তৈয়বুননেছা খানম সরকারি কলেজ শাখার আহবায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। গতকাল শনিবার (১২ ই সেপ্টেম্বর ২০২০) মৌলভীবাজার জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি মোঃ রুবেল মিয়া ও সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান স্বাক্ষরিত কমিটিতে জব্বার আহমেদ কে আহবায়ক ও আব্দুর রহিম মামুনকে সদস্য সচিব করে ১৯ সদস্য বিশিষ্ট এ কমিটি অনুমোদন দেয়া হয়। আগামী ৬০ দিনের মধ্যে সকল বিভাগ অনুষদ এবং ক্লাস কমিটি গঠন করে কাউন্সিলের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ প্রদান করা হয়। কমিটির অন্যান্যরা হলো যুগ্ম আহবায়ক সায়মন ইসলাম, মাজহারুল ইসলাম, মাজহারুল ইসলাম রিপন, আলাল মিয়া, হাসান আহমদ, সদস্য মোশারফ হোসাইন, কামাল হোসাইন, জাকারিয়া নিশাত, আজিজুল হক মুন্সি, জুনেদ মিয়া, মোহাম্মদ আব্দুল্লাহ, সবুজ মিয়া, মাসুদ রানা, জসিম উদ্দিন, আরিফ মিয়া, শাহীন মিয়া ও ফাহিম আহমদ।