করোনা
কবি : তামিম
চারিদিকে হাহাকার
মানুষের চিৎকার
পৃথিবীটা যেন
এক মৃত্যুপুরী।
করোনার তান্ডবে
মানুষের চিৎকার
একে একে বাড়ছে
লাশের সারি।
নেই আজ হরতাল
নেই কোন যুদ্ধ
তবু আজ পৃথিবীটা
চারিদিকে রুদ্ধ
গাড়ি ঘোড়া পথে নেই
রাস্তায় জ্যাম নেই
ফুটপাতে ভীড় নেই
মানুষের ঘুম নেই
ভয়ে ভীত সকলেই
করোনা আতংকে।
অসুস্থ্ পৃথিবী
কবে হবে সুস্থ্
এই নিয়ে চিন্তা
মানুষেরা ক্লান্ত।
মানুষকে দেখলেই
মানুষের ভয়।
না জানি করোনা
কার কাছে রয়।
মুখে মাস্ক হাতে গ্লাভস
পড়ে সবে রয়,
সকলের মাঝে আজ
করোনার ভয়।
ভয়ে ভীত সকলেই
নিজ গৃহে রয়,
সচেতনতাই করে
করোনাকে জয়।
চলে যাবে করোনা
উঠে যাবে সূর্য
পৃথিবীটা হয়ে জাবে
পুনরায় শান্ত।