• ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা জিলকদ, ১৪৪৬ হিজরি

রায়হান হত্যার প্রতিবাদে সিলেটে মানববন্ধন

নিউজ ডেস্ক
প্রকাশিত অক্টোবর ১২, ২০২০
রায়হান হত্যার প্রতিবাদে সিলেটে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের আখালিয়া এলাকার যুবক রায়হান আহমদ ‘পুলিশি নির্যাতনে’ মৃত্যুবরণ করেছেন- এমন অভিযোগ পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন ও স্থানীয়দের। এ ঘটনায় গতকাল রোববার থেকে আখালিয়া এলাকা উত্তাল। রোববার বিকেলে স্থানীয়রা টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। আধা ঘণ্টা পর পুলিশের আশ্বাসে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন।

এদিকে, আজ সোমবারও পুলিশের বিরুদ্ধে এবং ‘হত্যাকারীদের’ ফাঁসির দাবিতে রায়হানের পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন এবং স্থানীয়রা মানববন্ধন ও বিক্ষোভ করেছেন। সোমবার (১২ অক্টোবর) বিকেল ৩টা থেকে ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এ মানববন্ধনে বিক্ষোভকারীরা আল্টিমেটাম দিয়ে বলেন, ৭২ ঘণ্টার ভেতরে রায়হানের হত্যাকারীদের শাস্তির আওতায় আনতে হবে। তা না হলে কঠোর আন্দোলনের কর্মসূচি দেয়া হবে।

মানববন্ধনে কয়েক শ লোক উপস্থিত হয়ে রায়হান ‘হত্যা’র প্রতিবাদ করেন এবং ‘হত্যাকারীদের’ বিচার চান। এসময় বিক্ষোভকারীরা পুলিশবিরোধী বিভিন্ন স্লোগান দেন এবং বিভিন্ন স্লোগান সংবলিত প্লে-কার্ড হাতে নিয়ে মানববন্ধনে দাঁড়ান।

পিডি / দৈনিক হাকালুকি