• ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ , ৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

লাখো মানুষের উপস্থিতিতে আল্লামা শফীর জানাজা সম্পন্ন । হাকালুকি

নিউজ ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ১৯, ২০২০
লাখো মানুষের উপস্থিতিতে আল্লামা শফীর জানাজা সম্পন্ন । হাকালুকি

হেফাজতে ইসলামের আমির আল্লামা আহমদ শফীর জানাজা সম্পন্ন হয়েছে। শনিবার দুপুর ২টায় উনার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন উনার ছেলে মাওলানা মোহাম্মদ ইউসূফ। এর আগে আল্লামা আহমদ শফীকে শেষ বিদায় জানাতে লাখো মানুষের ঢল নামে চট্টগ্রামের দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা অভিমুখে। 
আজ ভোর থেকেই দেশের বিভিন্ন এলাকা থেকে ছুটে আসেন লাখো ভক্ত-অনুসারীরা। জনতার ভিড় সামাল দিতে হিমশিম খেতে হয় প্রশাসনকে। তাই জানাজায় যোগ দিতে আসা জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করতে হাটহাজারী বাস স্টেশন থেকে যানবাহন চলাচল বন্ধ করে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জানাজা উপলক্ষে এলাকাজুড়ে বাড়ানো হয় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা। নিরাপত্তা নিশ্চিত করতে র‌্যাব ও পুলিশ বাহিনীর সদস্যদের পাশাপাশি ১০ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয় হাটহাজারী, পটিয়া, রাঙ্গুনিয়া ও ফটিকছড়িতে।

এছাড়াও ৪ উপজেলায় দায়িত্ব পালন করেন ৭ জন ম্যাজিস্ট্রেট।
গতকাল (শুক্রবার) সন্ধ্যায় রাজধানীর গেন্ডারিয়ার আজগর আলী হাসপাতালে লাখো মানুষকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান আল্লামা আহমদ শফী। মহান আল্লাহ তায়ালা যেন উনাকে জান্নাতুল ফেরদৌস দান করেন, আমিন।

হাকালুকি/তাফিমুল

September 2024
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930