নিজস্ব প্রতিবেদক :: জুড়ী উপজেলাতে প্রায় ফুটবল খেলায় নজর কাড়েন এএইচ সামাদ এবার তিনি চোখ দিয়েছেন ফুটবল উন্নয়নে। সমাই বাজারে গড়ে তুলেছেন নিজের একটা ফুটবল একাডেমি। মেধাবী এবং প্রতিভাবান ফুটবলারদের নিয়ে কাজ করে তা ছড়িয়ে দিতে চান পুরো জেলায়। এ এইস সামাদ এর বিশ্বাস তাকে দেখেই ফুটবলের সুদিন ফেরাতে অনুপ্রাণিত হবেন আরো অনেকে।
করোনা মহামারিতে সবাই যখন ঘরে তখন সমাই বাজারে ফুটবল অনুশীলনে ব্যস্ত এক ঝাক তরুন। সামাজিক দূরত্ব রক্ষা করেই চলছে তাদের ফুটবল ট্রেনিং। নিজ অর্থায়নে এবং নিজ প্রচেষ্টায় নিজের এলাকায় এই ফুটবল একাডেমিটি গড়ে তুলেছেন এ এইস সামাদ। লক্ষ্য ফুটবলের উন্নয়নে কাজ করা।
প্রত্যন্ত অঞ্চলের ২০জন খেলোয়াড় রয়েছেন এখন একাডেমিতে। তাদের প্রশিক্ষণের জন্য এএইচ সামাদ তিনি নিজেই রয়েছেন। খেলোয়াড়দের সক্ষমতা তৈরির জন্য রয়েছে সবধরণের সুযোগ সুবিধা। প্রবাসী রেমিট্যান্স সমাই বাজার এর সম্মানিত চেয়ারম্যান, মোঃ সাইদুল ইসলাম উনার ব্যক্তিগত পক্ষ থেকে, এএইচ সামাদ ফুটবল একাডেমিতে কিছু প্রাক্টিস সামগ্রী উপহার দেন।
গত ১৮/০৯/২০২০ইং তারিখ শুক্রবার রাতে ফুটবল একাডেমির ১ বছর মেয়াদি কমিটি গঠন করা হয়।
সভাপতি, মোঃ সাইদুল ইসলাম। (দুবাই প্রবাসী)
সহ-সভাপতি, মোঃ রুবেল আহমেদ। (দুবাই প্রবাসী)
সাধারন সম্পাদক, মোঃ হাসান আহমেদ। (লন্ডন প্রবাসী)
যুগ্ন সাধারন সম্পাদক, মোঃ পারবেস আহমেদ।
পরিচালক, এ এইচ সামাদ।
সহকারি পরিচালক, মোঃ খাইরুল ইসলাম।
সহকারি পরিচালক, মোঃ আব্দুল হেকিম।
প্রচার সম্পাদক, এম এইস হোসাইন।
সহ-প্রচার সম্পাদক, মোঃ সুহাগ আহমেদ সাগর।
ডাইরেক্টর, মোঃ জুয়েল আহমেদ। (কাতার প্রবাসী)
সহকারি ডাইরেক্টর, এম ইউ আজাদ।
হাকালুকি/প্রমোশন/হোসাইন