আল্লামা আহমদ শফীর প্রয়ানে যুক্তরাষ্ট্রস্থ বাংলাদেশ তরীকত ফেডারেশনের শোক! “মাউতুল আলিমি কামাউতিল আলাম”
আগের দিন পদত্যাগ করে পরের দিন ইহত্যাগ করলেন বাংলাদেশ হেফাজতে ইসলামের আমীর, কাওমী মাদরাসার কান্ডারী ও বাংলাদেশের বিখ্যাত-প্রাচীণ কাওমী ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের হাটহাজারী মুঈনুল ইসলাম জামেয়ার মহাপরিচালক শাইখুল হাদীস, উস্তাজুল আসাতিজা হাদরাতুল আল্লামা আহমদ শফী (রা)। পবিত্র জুমুআর দিন শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর বাদ আসর ঢাকায় একটি প্রাইভেট হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন।
আমরা বিটিএফ-ইউএসএ’র পক্ষ থেকে হজরতের রূহের মাগফিরাত, সতীর্থ-সংশ্লিষ্ট সকলের সহিত গভীর সমবেদনা এবং শোকসন্তপ্ত পরিবারের শান্তি কামনা করছি!
_ইমাম কাজী কায়্যূম। সাধারণ সম্পাদক, বিটিএফ-ইউএসএ।