• ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ , ৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

বাজারে এলো অ্যাপলের বহুল প্রতিক্ষীত ‘আইফোন ১২’

নিউজ ডেস্ক
প্রকাশিত অক্টোবর ১৪, ২০২০
বাজারে এলো অ্যাপলের বহুল প্রতিক্ষীত ‘আইফোন ১২’

অ্যাপলের বহুল প্রতিক্ষীত ‘আইফোন ১২’ মঙ্গলবার (১৩ অক্টোবর) এক ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে লঞ্চ করা হচ্ছে। এ উপলক্ষে ‘হাই স্পিড’ লেখা আমন্ত্রণপত্র দেওয়া হয়েছে অতিথিদের। অর্থাৎ ফাইভজির গতিকে স্বাগত জানাচ্ছে তারা।

অনুষ্ঠানে আইফোন ১২ সিরিজের আনুষ্ঠানিক ঘোষণা দেবে অ্যাপল। অনুষ্ঠান ঘিরে নানা সামাজিক যোগাযোগের মাধ্যমে ব্যাপক আগ্রহ দেখাচ্ছেন অ্যাপলপ্রেমীরা।
অ্যাপল পার্ক থেকে প্রচারিত ইভেন্টটি দেখা যাবে অ্যাপল ডটকম ওয়েবসাইটে। ইভেন্টটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১১টায়।

জানা গেছে, আজকের অনুষ্ঠানে চারটি মডেলের আইফোন আনবে অ্যাপল। নতুন মডেলগুলোর নাম-আইফোন ১২, আইফোন ১২ মিনি, আইফোন ১২ প্রো এ আইফোন ১২ প্রো ম্যাক্স। তবে নতুন আইফোনের দাম নিয়ে এখনো পরিস্কার কোনো তথ্য জানা যায়নি।
চারটি মডেলের আইফোনে মূলত আকারে পার্থক্য থাকবে। এগুলোর মধ্যে আইফোন ১২ ও ১২ মিনি হবে ৫.৪ ও ৬.১ ইঞ্চি মাপের। প্রো মডেলদুটি ৬.১ বিঞ্চি ও ৬.৭ ইঞ্চি মাপের হতে পারে। আইফোন ১২ মডেলে ডুয়েল ক্যামেরা সেটআপ ও প্রো মডেলের তিন ক্যামেরা সেটআপ থাকতে পারে। আইফোন ১২ প্রো ম্যাক্স মডেলটিতে ৫জি নেটওয়ার্ক সুবিধা থাকতে পারে।

পিডি / দৈনিক হাকালুকি

September 2024
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930