নাহিদ আহমদ, বড়লেখা : মৌলবীবাজারের বড়লেখা উপজেলার সুড়িকান্দি গ্রামের জিন্নাতুল বাহার জাহেদ দীর্ঘ দিন থেকে কিডনি রোগে ভোগছেন। তার দুইটি কিডনি নষ্ট হয়ে গেছে। বর্তমানে সে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসা ধীন আছে।
তার চিকিৎসার জন্য আর্থিক সহযোগীতা দিয়ে পাশে দাঁড়িয়েছে বড়লেখার পরিচিত সামাজিক সংগঠন দক্ষিন সুড়িকান্দি আদর্শ ক্লাব।
বুধবার (২ সেপ্টেম্বর) ক্লাবের পক্ষ থেকে ২ লক্ষ ৭০ হাজার টাকা জাহেদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টা জনাব হাজী মুছব্বীর আলী সাহেব, ২ নং দাসের বাজার ইউপির সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিক উদ্দিন আহমেদ, ক্লাবের উপদেষ্টা ময়নুল ইসলাম, ক্লাবের সভাপতি শফিকুল হক, সাধারন সম্পাদক ফাহিমুল ইসলাম সহ ক্লাবের সদস্যবৃন্দ।