রায়হান আহমেদ শাহিনঃ মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার কন্টিনালা রেলব্রিজ সংলগ্ন এলাকায় গাঁজা সেবন কালে একজনকে আটক করেছে উৎসুক জনতা।৩০ আগস্ট রাত আনুমানিক সাড়ে নয়টায় কামাল মিয়া (৪৫) কে আটক করা হয়।
জানা যায়, কন্টিনালা রেলব্রিজ সংলগ্ন এলাকায় অনেকদিন যাবত একটি চক্র গাঁজাসহ নানা ধরনের মাদকদ্রব্য নিয়মিত সেবন ও বিক্রয় করে আসছে। মাঝে মাঝে এরা জুয়ার আসর নিয়েও বসে। রেলব্রিজটি পরিত্যক্ত হওয়ায় মাদকসেবীরা এই জায়গাটিকে নিরাপদ মাদক সেবন জায়গা হিসেবে বেছে নিয়েছে। এলাকাবাসী এসব দেখেও তাদের ভয়ে এতদিন নিশ্চুপ ছিল।কিন্তু এলাকার কিছু যুবক কিশোর অনেকদিন যাবত এদেরকে পাকড়াও করার জন্য সুযোগ খুঁজছিল।
গত রাতে কামাল মিয়া যখন গাঁজা সেবন করছিল তখন তাকে ঝাপটে ধরে এলাকার তিন কিশোর।সাহসী এ তিন কিশোর হলেন, আলামিন (১৭),জুয়েল (২০) ও রুমান মিয়া (২০)।
তিনজনের সাহসিকতায় গাঁজা সেবনকারী আটকের পর শত শত উৎসুক জনতা ভিড় করে।এলাকাবাসীর পক্ষ থেকে তাৎক্ষণিক জুড়ী থানার ওসি সঞ্জয় চক্রবর্তীর সাথে যোগাযোগ করলে এসআই সুরুজ মিয়ার নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে হাজির হন। পুলিশ এসে আটককৃতকে গাঁজা সহ গ্রেফতার করে।
গাঁজা সেবনকারী কামাল মিয়া পুলিশ ও উৎসুক জনতার কাছে গাঁজা বিক্রয়কারী দুলাল মিয়া ওরফে (কসাই দুলাল) এর নাম বলে। জুড়ী থানার এসআই সুরুজ মিয়া তাৎক্ষণিক গাঁজা সেবনকারী কে নিয়ে গাঁজা বিক্রয়কারীর বাড়িতে অভিযান চালালে ও তাকে পাওয়া যায়নি।
পরে এসআই সুরুজ মিয়া উপস্থিত শত শত উৎসুক জনতা কে বলেন, আমরা আটককৃত কামাল মিয়াকে জিজ্ঞাসাবাদ করে গাঁজা বিক্রয়কারী মূল হোতাদের আইনের আওতায় আনবো।
জুড়ী থানার ওসি সঞ্জয় চক্রবর্তী বলেন, এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়ছে।