মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের লাঠিটিলা ডুমাবাড়ি গ্রামের বর্গাচাষী মসুর মিয়া, বয়স আনুমানিক ৩৫। নিজের শ্রমে অন্যের জমির ফসলের কাজ করে কষ্টেসৃষ্টে ৬ জনের পরিবার নিয়ে জীবন যাপন করতো।
গত ২২শে আগস্ট ধান মাড়াইয়ের মেশিনে দূর্ঘটনাবশত ডান হাতে মারত্মকভাবে আহত হয় মসুর মিয়া। তৎক্ষনাৎ এলাকার দায়ীত্বশীল যুবসমাজের সহায়তায় সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে নিয়ে চিকিতসার জন্য তাকে ভর্তি করানো হয়। লাঠিটিলা নিবাসী জুড়ী উপজেলা ছাত্রলীগ নেতা আব্দুল মালিক লাল ও পুলিশ সদস্য বিপি মুন্না দেশ ও প্রবাস থেকে বিভিন্ন মাধ্যমে মসুর মিয়ার অস্ত্রোপচারের জন্য অর্থ সংগ্রহ করে। এরপর অস্ত্রোপচার করে আহতের ডান হাতটি কেটে ফেলা হয়। নিয়তির কঠিন বিধানে কর্মক্ষম ব্যক্তিটি বরণ করেছে পঙ্গুত্বের অভিশাপ। এদিকে হাতের চিকিৎসাও অনেকটা বাকী। ইনফেকশন জনিত কারণে আরেকটি অস্ত্রোপচার প্রয়োজন।
ঠিক এই মুহুর্তে আহতের সহায়তায় এগিয়ে আসে জুড়ীর কেয়ার ফাউন্ডেশন। তাদের ইচ্ছা মসুর মিয়াকে ঢাকায় নিয়ে চিকিৎসা করাবে এবং চিকিৎসা উত্তর তার পরিবারের জীবিকার জন্য ছোট একটি ব্যবসার পুঁজি সংগ্রহ করে দিবে। গতকাল ৪ আগস্ট থেকে তারা সকলের দ্বারে দ্বারে গিয়ে আর্থিক সহায়তা সংগ্রহ শুরু করেছে। হিসাবের স্বচ্ছতার জন্য তারা তাদের প্রতি দিনের এন্ট্রি ফেসবুক গ্রুপে উল্লেখ করছে। সংগঠনের মুখপাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মারুফ খান শাহীন সমাজের সচ্ছল ও সদয় ব্যক্তিবর্গকে আর্ত মানবতার সেবায় এগিয়ে আসার আহবান জানিয়েছেন।
আহত মসুর মিয়ার সহায়তায় যোগাযোগ করুন–
মারুফ খান শাহীন, ফোনঃ 01714991977, জুড়ী মৌলভীবাজার।