সিরাজুল ইসলাম :: মৌলভীবাজার জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়ন পরিষদে সম্প্রসারিত বিট পুলিশিং কার্যক্রম এর এক সভা অনুষ্ঠিত। আজ (৯ই সেপ্টেম্বর) বুধবার দুপুর ২ টায় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিলাদ চৌধুরীর সভাপতিত্বে বিট কর্মকর্তা এস আই জাকির হোসেন এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জুড়ী থানার অফিসার ইনচার্জ সন্ঞ্জয় চক্রবর্তী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জুড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, কামিনীগন্জবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি হাজী কামাল উদ্দিন। বক্তব্য রাখেন জুড়ী থানার এস আই জাহাঙ্গীর আলম, এস আই ফরহাদ হোসেন, ইউপি সদস্য মোঃ সিরাজুল ইসলাম। উপস্হিত ছিলেন ইউ পি সদস্য জমির আলী, আজন মিয়া,আব্দুল জব্বার,সংরক্ষিত মহিলা সদস্য রোশনা বেগম,সৈয়দা রওশন আরা, আফিয়া বেগম,ইউপি সচিব রন্ঞ্জন রায়,ইউপি কর্মী কামরুল ইসলাম, কবির উদ্দিন,উদ্যােক্তা হাবিবুর রহমান, হিসাব সহকারী ইসমাইল হোসেন,এলাকার মুরব্বি দেলোয়ার হোসেন ও শাহিন আহমদ প্রমূখ। প্রধান অতিথির বক্তব্যে সন্ঞ্জয় চক্রবর্তী বলেন,পুলিশ হলো জনগণের বন্ধু।আমরা আপনাদের যে কোনো সমস্যার জন্য সবসময় আপনাদের পাশে থাকতে চাই। মাদকের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে। আমরা সে আলোকেই কাজ করে যাচ্ছি। পুলিশ এখন আর আগের মতো নয়।আমরা মানবিক পুলিশ হতে চাই। আপনাদের এলাকায় মাদক,জুয়া সহ যে কোনো অপরাধ সংঘটিত হলে আমাদেরকে অবগত করে সহযোগিতা করবেন এ আশা প্রকাশ করছি।