নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজার জেলার জুড়ীর সাগরনাল ইউনিয়নের উত্তর বড়ডহর জামে মসজিদের সাবেক খতিব হযরত মাওলানা আলহাজ্ব আব্দুল বারী বড় হুজরের অবসর গ্রহন উপলক্ষে উনার ছাত্রদের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।শুক্রবার উত্তর বড়ডহর জামে মসজিদে আয়োজিত এই সংবর্ধনা ও দোয়া মাহফিলে উনার ছাত্র এবং উত্তর বড়ডহর জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মাহবুবুল আলম বাবুল এর সভাপতিত্বে এবং আরেক ছাত্র পুলিশের এএসআই সহিদুর রহমান পাবেল এর পরিচালনায় বক্তব্য রাখরেন হুজুরের ছাত্র এবং সাগরনাল ইউনিয়নের সাবেক মেম্বার এবং উত্তর বড়ডহর জামে মসজিদ পরিচালনা কমিটির সাবেক সাধারন সম্পাদক জনাব তৈয়মুছ খান, বর্তমান সাধারণ সম্পাদক এবং পুর্ব জুড়ী ইউনিয়ন পরিষদের সচিব শাহিন আহমেদ, হুজুরের ছাত্র এবং আল ইকরা একাডেমির প্রধান শিক্ষক মাওলানা আব্দুল কাইয়ুম এবং উত্তর বড়ডহর জামে মসজিদের বর্তমান খতিব হযরত মাওলানা হাফেজ কামরুল ইসলাম সাহেব। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন বড়ডহর হাফিজিয়া মাদরাসা ম্যানেজিং কমিটির অন্যতম সদস্য মাওলানা ক্বারী রিয়াজ উদ্দিন সাহেব। বক্তারা বলেন, মাওলানা ক্বারী আব্দুল বারী বড় হুজুর দীর্ঘ ৪৫ বছরের উপরে উত্তর বড়ডহর জামে মসজিদের খতিবের পাশাপাশি সকাল বেলা মক্তবে ছাত্র পড়াতেন। দীর্ঘ ৪৫ বছরে হাজার হাজার ছাত্রকে তিনি কুরআন,হাদীস শিক্ষা দিয়েছেন। উত্তর বড়ডহর পঞ্চায়েতের বর্তমানে জীবিত জনগোষ্ঠীর প্রায় ৮৫ % মানুষ উনার ছাত্র, যারা উনার কাছে ইসলামি শিক্ষার গোড়াপত্তন করেছেন। তিনি একাদারে আলেম ও ক্বারী সাহেব হওয়ার কারনে ছাত্রদের সহি শুদ্ধ কুরআন শিক্ষার পাশাপাশি মাসওয়ালা মাসায়েল শিক্ষা দিতেন। উনার সব থেকে বড় অবদান উত্তর বড়ডহর জামে মসজিদের বর্তমান দৃষ্টিনন্দন বিল্ডিং। উনার সময়র উত্তর বড়ডহর পঞ্চায়েতের কোন সদস্য প্রবাসে গেলে বা প্রবাস থেকে দেশে এলে সর্বপ্রথম হুজুরের সাথে দেখা করার বিধান ছিল এবং মসজিদের জন্য টাকা দেওয়ার একটা রীতি প্রচলন ছিল। সকল প্রবাসীরা হুজুরের ডাকে সাড়া দিয়ে মুক্ত হস্তে দান করার কারনে আজ দৃষ্টিনন্দন ও বড় একটি মসজিদ রাস্তার পাশে দাড়িয়ে আছে। অনুষ্ঠানে হাজার খানেক মুসল্লী নিয়ে হুজুর এলাকার সকল মৃত মানুষ, প্রবাসী এবং দেশবাসীসহ মুসলিম উম্মার জন্য দোয়া করেন।এ সময় সবাইকে আবেগআপ্লুত হতে দেখা যায়। উত্তর বড়ডহর জামে মসজিদ পরিচালনা কমিটির সদস্যসহ বিভিন্ন এলাকার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। সাবেক এবং বর্তমান ছাত্রদের পক্ষে এ অনুষ্টান আয়োজন করেন পুলিশ সদস্য এএসআই সহিদুর রহমান পাবেল, মাওলানা আব্দুল কাইয়ুম রাসেল, মাওলানা রিয়াজ উদ্দিন, আবু জায়েদ রাজন, মাসুম আহমদ প্রমুখ