নিজস্ব প্রতিবেদক :: বড়লেখা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনোয়ার উদ্দিনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক এস এম জাকির হোসাইন । তিনি এক শোক বার্তায় বলেন, “মরহুম আনোয়ার উদ্দিন ভাই ছিলেন একজন আপাদমস্তক আওয়ামীলীগার। উনার মৃত্যুতে দল একজন ত্যাগী নেতাকে হারালো। বড়লেখা বাসী একজন সৎ, সাহসী নেতাকে হারিয়েছে। তিনি তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে বলেন, গত ৮ সেপ্টেম্বর মঙ্গলবার আমি আনোয়ার হোসেন ভাইকে ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দেখে এসেছি।উনার চিকিৎসার খোজ নিয়েছি। কিন্তু উনার হায়াত না থাকার কারনে আজ উনি আমাদের চলে গেছেন।আল্লাহ উনাকে জান্নাতবাসী করুন।”
উল্লেখ্য, বড়লেখা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনোয়ার উদ্দিন আজ শনিবার দুপুর ১২ টার সময় ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে উনি স্ত্রী এক ছেলে, এক মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।