আওয়ামী লীগ নেতা আনোয়ার উদ্দিনের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক
আওয়ামী লীগ নেতা আনোয়ার উদ্দিনের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক
নিউজ ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ১৩, ২০২০
তাজুল ইসলাম, জুড়ী :: মৌলভীবাজারের বড়লেখা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার উদ্দিনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক মন্ত্রী আলহাজ্ব শাহাব উদ্দিন এমপি। আরো শোক প্রকাশ করেছেন মৌলভী বাজার জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ এমপি, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাউর রহমান, মৌলভীবাজার সদর এর পৌরসভার সম্মানিত মেয়র ফজলুর রহমান, জুড়ী উপজেলা আওয়ামীলীগের সভাপতি বদরুল হোসেন, সাধারণ সম্পাদক মাসুক আহমদ চেয়ারম্যান, বড়লেখা উপজেলা চেয়ারম্যান, সোয়েব আহমদ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর,সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন, বড়লেখা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি মোঃ তাজউদ্দীন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন প্রমুখ।
এক শোক বার্তায় তারা মরহুম এর আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান। উল্লেখ্য, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী এবং বড়লেখা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ শাহাব উদ্দিন এমপি’র ঘনিষ্ঠ রাজনৈতিক সহচর আনোয়ার উদ্দিন (৬২) শনিবার দুপুর ১২ টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এর পূর্বে তিনি সিলেটে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।