প্রাথমিকভাবে ৩০ সদস্যের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। কাতার বিশ্বেকাপকে সামনে রেখেই দক্ষিণ আমেরিকার অঞ্চলের বাছাই করার ম্যাচগুলো অনেক আগেই শুরু হবার কথা ছিল। কিন্তু করুনার কারনে তা পিচিয়ে যায়।অবশেষে আগামি মাস থেকে শুরু হতে যাচ্ছে। একনজরে আর্জেন্টিনা দল, গোলরক্ষকঃ মার্টিনেজ, মুসো, মার্সেচিন। রক্ষণভাগঃ ফয়েথ, সারাবিয়া, পেজেল্লা, ব্যালার্দী, ওটামেন্ডি, পেরেজ, ক্যানেম্যান, ট্যাগলিয়াফিকো, আকুনা।মধ্যমাঠঃ মেদিনা, প্যারাডেস, রদ্রিগেজ, ডি পল, প্যালাসিওস, লো সেলসো, ডমিনগুয়েজ।আক্রমণভাগঃ মেসি, ডিবালা, মার্টিনেজ, ওকাম্পস, গঞ্জালেজ, ম্যাক-এলিস্টার, গোমেজ, কোরেয়া, এলারিও, সিমিওনে, পডোন।
হাকালুকি/তারেক/স্পোর্টসজোন