• ২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ২৩শে রমজান, ১৪৪৬ হিজরি

আজব দুনিয়া, আজব আমরা জনগণ – এম এইচ হোসাইন

নিউজ ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ২৫, ২০২০
আজব দুনিয়া, আজব আমরা জনগণ – এম এইচ হোসাইন

২৪ ঘন্টার একটা দিন আমাদের জীবন থেকে চলে যায়, যে দিনটার ১০ ঘন্টার উপরে আমরা ঘুমিয়ে কাটিয়ে দেই। তারপর সকালে উঠে আফসোস করি, কেন সফল হতে পারছি না। পরীক্ষার আগে মাসের পর মাস আমরা আড্ডা দিয়ে পার করে দেই, আর পরীক্ষার আগের রাতে সুপারম্যান হয়ে পড়াশোনা করার পর রেজাল্ট বের হলে বলি স্যার ঠিক মত মার্কস দেন নি। পরিচিত কেও ভাল চাকরি পেলে আমাদের অনেক খারাপ লাগে, অথচ চাকরি পেতে যে কঠোর পরিশ্রম আর দক্ষতা লাগে, সেটা অর্জনের জন্য আমরা মোটেও চেষ্টা করি না। ছোট কাজ করলে সমাজে মুখ দেখাবো কি করে এ লজ্জায় আমরা কোন কাজই করি না। কিন্তুু না খেয়ে থাকতে, অন্য কারো ঘাড়ে বসে খেতে আমাদের একটুও লজ্জা করে না। রিক্সাওয়ালাকে ৫ টাকা কম দিতে আমরা অনেক সময় ঝগড়া পর্যন্ত করি, কিন্তু হোটেলে খাবার খাওয়ার পরে ৫০ টাকা বিনা কারণে ওয়েটারকে দিতে আমাদের খারাপ লাগে না। স্মার্টফোনের ভেতরে ঘন্টার পর ঘন্টা ডুবে থাকি আমরা, দিন শেষে নানা অজুহাতে ভালো কিছু শেখার, ভালো কিছু করার সময় পাই না। রাস্তা-ঘাটে অন্য কাওকে ময়লা ফেলতে দেখলে আমাদের খুব খারাপ লাগে। কিন্তুু যখন নিজেরা ময়লা রাস্তায় ফেলি আর পরিবেশ নোংরা করি তখন মোটেও খারাপ লাগে না। ৩০ দিনের কোন কাজ আমরা ৩ দিনে করাতে মোটা অংকের ঘুষ দেই, দিনশেষে আমরাই দেশটা রসাতলে গেলো বলে মুখে ফেনা তুলি। কেও কোন ছোট ব্যবসা শুরু করলে আমরা তাকে হেয় করি, বাজে মন্তব্য করি। একদিন যখন সেই মানুষটাই যখন সফল হয়ে দেখিয়ে দেয়, তখন আমরা তাকে বাহবা দিতে কার্পণ্য করি না। সারাদিন আমরা অন্যদের নানান ধরনের মোটিভেশন দিয়ে বেড়াই, এটা করলে এমন হবে ওটা করলে তেমন হবে, কিন্তুু নিজেরা যখন চাপে পরি, তখন বোঝা যায় এসব সস্তা মোটিভেশনের আসলে কোন দাম নেই। আমাদের প্রতিদিনের আলোচনায়, প্রতিবেশীর বিভিন্ন ইশু নিয়ে হাসি তামাশা করাটা অভ্যাসে পরিণত হয়েছে। অথচ আমাদের নিজেদেরই কথা ও কাজের ঠিক নেই সেটা আমরা দেখেও দেখি না। সমাজের সকল অসংগতি আমাদের চোখে খুব ভালো করে ধরা পরে, এসব অসংগতির পিছনে যে আমরাও সমান ভাবে দায়ী, সেটা কোন দিন আমরা মেনে নিতে পারি না। কামলা থেকে আমলা পর্যন্ত সবাই কোনো না কোনো ভাবে সমাজের আজকের পরিস্থিতির জন্য দায়ী। আর এটা কোনো দিন ঠিক করা যাবে না যদি না আমরা ঠিক হই। একটা খাঁটি প্রবাদ আছে, আগে ঘর তবেই তো পর। সুতরাং পরিবর্তনের শুরুটা নিজের ঘর থেকে শুরু করতে হবে।

পরিশ্রম সাফল্যের চাবিকাঠি। পরিশ্রমের দ্বারা ভাগ্যের চাবিকাঠি এমনভাবে পরিবর্তন করা সম্ভব, যা অলস মানুষের কাছে অলৌকিক বলে মনে হয়। যে কোনো ক্ষেত্রে সফলতার প্রথম শর্ত হল প্রবল ইচ্ছাশক্তি ও কঠোর পরিশ্রম।

হাকালুকি/হোসাইন

March 2025
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031