গতকাল শনিবার (১৯ সেপ্টেম্বর) বড়লেখা উপজেলায় বাংলাদেশ স্কাউটসের ত্রিবার্ষিক কাউন্সিল উপজেলা পরিষদে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব শামীম আল ইমরান। বড়লেখা উপজেলা স্কাউটসের যুগ্ম সম্পাদক মোহাম্মদ নাজিম উদ্দিনের পরিচালনায় বক্তব্য রাখেন বড়লেখা পৌরসভার সম্মানিত মেয়র জনাব আবুল ইমাম মো. কামরান চৌধুরী, বড়লেখা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব মোহাম্মদ তাজ উদ্দিন।
বড়লেখা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম, জেলা স্কাউটস সম্পাদক ফয়জুর রহমান, সাবেক সম্পাদক আব্দুল ওয়াহিদ, সহকারি পরিচালক আবে হায়াত হাসান, জেলা স্কাউট লিডার মো. ফয়জুর রহমান, সহকারি উপজেলা শিক্ষা কর্মকর্তা মীর আব্দুল্লাহ আল মামুন, কমিশনার ছয়ফুল হক, সম্পাদক লুৎফুর রহমান চুন্নু, উপজেলা স্কাউট লিডার সালাউদ্দিন মল্লিক প্রমুখ।
কাউন্সিল অধিবেশনে কাউন্সিলরদের সরাসরি ভোটে উপজেলা স্কাউটসের কমিশনার পদে নির্বাচিত হন প্রতাপ কুমার দত্ত। পদাধিকার বলে সভাপতি নির্বাচিত হন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব শামীম আল ইমরান। কাউন্সিলরদের সম্মতিক্রমে সহ সভাপতি পদে মোহাম্মদ তাজ উদ্দিন, কোষাধ্যক্ষ পদে গিয়াস উদ্দিন, সম্পাদক পদে রিয়াজ উদ্দিন ও যুগ্ম সম্পাদক পদে মোহাম্মদ নাজিম উদ্দিনকে মনোনীত করা হয়।
হাকালুকি/মুবিন