বড়লেখা উপজেলার ১০ নং দক্ষিণভাগ ইউনিয়ন পরিষদের হলরুমে বৃহস্পতিবার নিয়মবহির্ভূতভাবে দ্য ক্যাপিটাল চক্ষু হাসপাতালের চিকিৎসক পরিচয়ে চক্ষু রোগীদের চিকিৎসা দিচ্ছেন তিন ব্যক্তি। বৈধ কাগজপএ না থাকায়, ইউএনও এর নির্দেশ ক্রমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সএর অফিসার ডাঃ শুভ্রাংশু দে ক্যাম্পটি বন্ধ করে দেন। আয়োজক তিন ব্যক্তির মুচলেকায় ছাড়া পান। জানা গেছে, মোঃ ফুরকান, অনুপ কুমার, মোঃ রায়হান চক্ষু হাসপাতালের চিকিৎসক পরিচয়ে কয়েক বছর ধরে বড়লেখা, জুড়ী ও কুলাউড়া উপজেলার বিভিন্ন এলাকায় ক্যাম্প খুলে চক্ষু রোগী দেখতেছেন। ৩০ টাকা ফির আড়ালে চড়া দামে চশমা ও ঔষধ বিক্রি এবং কন্ট্রাক্টের মাধ্যমে চোখের ছানি পড়া রোগীদের অপারেশনের জন্য বিপুল অর্থ হাতিয়ে নেয়াই তাদের মূল উদ্দেশ্য। মৌলভীবাজার সিভিল সার্জন ডাঃ মোঃ তৌহিদুর রহমান জানান, উপ সহকারী কমিনিটি মেডিকেল অফিসার ( স্যাকমো) কোন চক্ষু ক্যাম্প করতে পারবেন না। বৈধ কাগজপএ না থাকায় ইউএনও মোঃ শামীম আল ইমরানের নির্দেশ ক্রমে নিয়মবহির্ভূত চক্ষু ক্যাম্পটি বন্ধ করা হয়।
হাকালুকি/মাহমুদুল