নিজস্ব প্রতিবেদক :: মহদিকোনা গ্রামের ব্লাড ক্যান্সার আক্রান্ত শিশুর পাশে দরগাবাজার প্রবাসী ঐক্য পরিষদ।
গতকাল রবিবার (২৭ সেপ্টেম্বর) বড়লেখা উপজেলার “বৃহত্তর দরগাবাজার প্রবাসী ঐক্য পরিষদ” এর পক্ষ থেকে মহদিকোনা গ্রামের ব্লাড ক্যান্সার এ আক্রান্ত শিশুকে নগদ ৫০০০০/- পঞ্চাশ হাজার টাকার অর্থিক সহায়তা প্রদান করা হয়।
বাদ আছর দরগাবাজার মসজিদে এলাকার মুরুব্বি ও ছয় পঞ্চায়তের ইমাম সাহেবদের সাথে নিয়ে এক সভা অনুষ্টিত হয় উক্ত সভায় জনাব হাজী আব্দুর রহিম সাহেবের সভাপতিত্বে মহদিকোনা গ্রামের ব্লাড ক্যান্সার এ আক্রান্ত ৫ বৎসরের শিশুর চিকিৎসার জন্য বৃহত্তর দরগাবাজার প্রবাসী ঐক্য পরিষদ ৫০০০০/- হাজার টাকার আর্থিক সহয়তা এলাকায় মুরব্বি ও মসজিদের ইমামদের মাধ্যমে রোগীর পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
এ সময় আরো উপস্তিত ছিলেন জনাব জহির আলী, জনাব মীর মখলিছুর রহমান, জনাব আশরাফ হোসেন চৌধুরী সোহেল, জনাব আব্দুর রহমান, জনাব আব্দুল মতিন কলাই মিয়া, সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ। সভা শেষে প্রবাসীদের জন্য ও অসুস্থ ছেলের সুস্থতার জন্য দোয়া পরিচালনা করেন ভোলাডর মসজিদের ইমাম সাহেব।
হাকালুকি/তাফিমুল