নিজস্ব প্রতিবেদক :: গতকাল সোমবার (২৬ সেপ্টেম্বর) বড়লেখা উপজেলার ঐতিহ্যবাহী মানবিক সংগঠন জামকান্দি কুলাউড়া ঘোলসা প্রবাসী ঐক্য পরিষদের পক্ষ থেকে ৩নং নিজ বাহাদুরপুর ইউনিয়নের পশ্চিম জামকান্দি গ্রামের এক জন অসুস্থ মহিলাকে আর্থিক অনুদান (১৯ হাজার টাকা) প্রদান করা হয়।
উক্ত আর্থিক অনুদানের সময় আলোচনা সভায় মোঃ সাইফুল ইসলাম জিবু এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামকান্দি কুলাউড়া গ্রামের প্রবিন মুরব্বী জনাব ইবরাহীম আলী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত বড়লেখা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক জনাব সামছুল ইসলাম, জনাব আব্দুল খালিক, জামকান্দি কুলাউড়া ঘোলসা ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক জনাব জাফর ইকবাল, জামকান্দি কুলাউড়া ঘোলসা প্রবাসী ঐক্য পরিষদের প্রচার সম্পাদক জনাব কয়েছ আহমদ, তরুণ সমাজ সেবক সিবলু আহমদ ও ইমন আহমদ সহ প্রমুখ।
তাফিমুল কবির / দৈনিক হাকালুকি