নিজস্ব প্রতিবেদক :: দেশব্যাপী ধর্ষণ ও নারী নির্যাতন ঘটনার প্রতিবাদের অংশ হিসেবে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার প্রতিটি ইউনিয়নে “নারীর প্রতি সহিংসতা নিরসনে, আপনার পুলিশ আপনার পাশে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং পদযাত্রা বড়লেখায় অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭অক্টোবর) সকাল ১০ টায় ৬নং বড়লেখা সদর ইউনিয়নসহ উপজেলার সকল ইউপি অফিসের সামনে থেকে বড়লেখা বিট পুলিশিং ও থানা পুলিশের যৌথ আয়োজনে, পদযাত্রায় অংশ গ্রহন করেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ, বড়লেখা পৌর মেয়র আবুল ইমাম কামরান চৌঃউপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃতাজ উদ্দিন,বড়লেখা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা, উপজেলার প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, বড়লেখা থানা অফিস ইনচার্জ মোঃ জাহাঙ্গীর সরদার, জেলা পরিষদের সদস্য জুবায়দা ইকবাল, বিট পুলিশিং বড়লেখা উপজেলা শাখার সেক্রেটারী আব্দুল আহাদ, বড়লেখা উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মোছাঃ জেবিন নাহার জেলি বড়লেখা থানা বিট পুলিশি ও স্বচেতন নাগরিক অংশ গ্রহন করেন।
ইবাদুর রহমান জাকির / দৈনিক হাকালুকি