বুধবার (২৩ সেপ্টেম্বর) উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং অফিসার সাদেকুর রহমানের কাছে বড়লেখা উপজেলার দুইটি ইউনিয়নের দুইটি ওয়ার্ডে মেম্বার পদে মোট ৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। বড়লেখা উপজেলার ৬নং সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডে ৩ জন এবং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে ৪ জন প্রার্থী মেম্বার পদে মনোনয়নপত্র জমা দেন। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, বড়লেখা সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের শূন্য মেম্বার পদে মনোনয়নপত্র জমা দেন – আব্দুস ছালাম, আব্দুস শহীদ ও সজল দে। এবং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের শূন্য মেম্বার পদে মনোনয়নপত্র জমা দেন – বেলাল আহমদ, জাফর ইকবাল, ময়নুল ইসলাম মনু ও শ্যামল রঞ্জন পাল।
আগামী ২০ অক্টোবর দুইটি ওয়ার্ডের শূণ্য পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
হাকালুকি/তাফিমুল