• ২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ২৩শে রমজান, ১৪৪৬ হিজরি

জামাতে সালাত আদায়কারীদের মধ্যে প্রতিযোগিতার উদ্বোধন

নিউজ ডেস্ক
প্রকাশিত অক্টোবর ৮, ২০২০
জামাতে সালাত আদায়কারীদের মধ্যে প্রতিযোগিতার উদ্বোধন

“ওই ডাকছে মুয়াজ্জিন! নামাজ পড়ো হে মুমিন,যদি পড়ো নামাজ সুন্দর হবে সমাজ”

ইবাদুর রহমান জাকির :: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সুড়িকান্দি গ্রামের “এস সি ফ্রেন্ডস সোসাইটির” কর্তৃক ব্যাতিক্রমী আয়োজন ৪০ দিন তাকবীরে উলার সহিত নামাজ আদায় কারীদেরকে পুরুস্কৃত করার প্রতিযোগিতার (৭অক্টোবর)বুধবার দুপুরে গ্রামের মসজিদে শুভ উদ্বোধন করা হয়,এ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২নং দাসের বাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহতাব উদ্দিন(মাতাই)সুড়িকান্দি গ্রামের মুরব্বি হাজী মুছব্বির আলী, এস সি ফ্রেন্ডস সোসাইটির চেয়ারম্যান হাফিজুর রহমান (ফাহিম) এ ছাড়া আরো উপস্থিত ছিলেন রেজিষ্ট্রেশন প্রতিযোগীপ্রার্থী ও মসজিদের ইমামগণসহ সর্বস্তরের জনতা।
প্রতিযোগীতা শুরু হবে নিন্মোক্ত শর্ত সাপেক্ষে
১. পাঁচ ওয়াক্ত নামাজ তাকবীরে উলার সহীত একাধারে ৪০ দিন পড়তে হবে।
২. বয়স ৭ থেকে ২৫ বছরের ভিতর হতে হবে।
৩. সুড়িকান্দি গ্রামের স্থানীয় বাসিন্দা হতে হবে।
৪. জন্ম নিবন্ধন কার্ড/জাতীয় পরিচয় পত্র দ্বারা রেজিস্ট্রেশন কারী।
৫. রেজিস্ট্রেশন কৃত মসজিদে তাকবীরে উলার সহিত নামাজ আদায় করতে হবে।
৬. তাকবীরে উলার সহিত নামাজ আদায় করতে না পারলে কোন মন্তব্য/ অভিযোগ গ্রহণযোগ্য নহে।
৭. প্রতি সপ্তাহে একটি আলোচনা সভার আয়োজন করা হবে, উক্ত আলোচনা সভায় উপস্থিত হতে হবে
৮. ২৫ বয়সের ঊর্ধ্বে সবার জন্য আকর্ষণীয় পুরস্কার রয়েছে।
আগামীকাল (৮অক্টোবর) তারিখ ফজর থেকে আমাদের ৪০ দিন তাকবীরে উলার সহিত নামায আদায় কারীদের কে বিজয়ী ঘোষণা করা হইবে।
“চলবো মোরা একসাথে জয় করব মানবতাকে””
এই স্লোগানকে সামনে আমরা চাই মানবতার কল্যাণে একটি স্বাধীন চিন্তার প্ল্যাটফর্ম তৈরি করা।

ব্যবস্থাপনা: এস সি ফ্রেন্ডস সোসাইটি।

March 2025
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031