• ১৮ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে জিলহজ, ১৪৪৬ হিজরি

বড়লেখায় দুই মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত

নিউজ ডেস্ক
প্রকাশিত অক্টোবর ১৪, ২০২০
বড়লেখায় দুই মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত

মৌলভীবাজারের বড়লেখায় দুই মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ৪নং উত্তর শাহবাজপুর ইউনিয়নে অভিযান চালিয়ে ২ মাদকসেবীকে আটক করেছে শাহবাজপুর তদন্ত কেন্দ্রের পুলিশ। মঙ্গলবার ( ১৩ অক্টোবর) রাত পৌনে নয়টার দিকর ৪নং উত্তর শাহবাজপুর ইউনিয়নের বেরেঙ্গা পানপুঞ্জি এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের উভয়কে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হচ্ছে, সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার পৌর শ্রীধরা গ্রামের মৃত মকবুল আলীর ছেলে রুহুল আমিন জিবুল (৩১) ও একই উপজেলার লাউতা ইউনিয়নের দক্ষিণ পাড়িয়াবহর গ্রামের আব্দুল মতিনের ছেলে মাসুম আহমদ (৩৪)।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শাহবাজপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মুহাম্মদ মোশাররফ হোসেনের নেতৃত্বে একদল পুলিশ মঙ্গলবার দিবাগত রাত পৌনে ৯টার দিকে উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের বেরেঙ্গা পানপুঞ্জি এলাকায় অভিযান পরিচালনা করেন । অভিযানকালে মাদক সেবনরত অবস্থায় ২ জনকে আটক করে। এ সময় তাদের কাঁছ থেকে ৪’শ গ্রাম দেশীয় চোলাই মদ ও পাঁচ পুরিয়া গাঁজাসহ মাদকসেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।

সূত্রে জানা গেছে, শাহবাজপুর তদন্ত কেন্দ্রের পুলিশের কাছে গোপন তথ্য ছিল উত্তর শাহবাজপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন চা বাগান এলাকায় কয়েকজন মাদকসেবী অবস্থান করছে। এ তথ্যে সন্ধ্যা সাড়ে ৬টায় ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে রুহুল আমিন জিবুল ও মাছুম আহমদকে মাদক সেবন ও সাথে মাদক পেয়ে আটক করা হয়। এরপর ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও মো. শামীম আল ইমরান দুজনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

অভিযানে শাহবাজপুর তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (পুলিশ পরিদর্শক) মোশাররফ হোসেন অংশ নেন।

ইবাদুর রহমান জাকির / হাকালুকি

June 2025
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930