তাফিমুল কবির :: গতকাল শুক্রবার (২৫ সেপ্টেম্বর) জুম্মা পর পি.সি. সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সম্মুখে আলভীন রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারের শুভ উদ্বোধন হয়েছে।
উক্ত শুভ উদ্বোধন অনুষ্ঠানে মাওলানা আব্দুল রাজ্জাকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব সোয়েব আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, পৌর মেয়র আবুল ইমাম মোঃ কামরান চৌধুরী, ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, বড়লেখা ৬নং সদর ইউনিয়ন চেয়ারম্যান সিরাজ উদ্দিন, কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি মাওলানা রুহুল আমিন, ইমাম ক্বারী মনোহর আলী প্রমুখ। অনুষ্ঠানের শেষে দোয়া পরিচালনা করেন ইয়াকুব নগর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফিজ মাওলানা মনোয়ার হোসেন মাহমুদী সাহেব।
বড়লেখা উপজেলার পরিক্ষিত ব্যবসায়ী, শিক্ষাবিদ, ক্রীড়া-সাংস্কৃতিক ও উদ্যমী ব্যক্তিত্বদের পরিচালনায় পরিচালিত হবে আলভীন রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টার। বর্তমানে উন্নত পরিবেশে নতুন আঙ্গিকে দেশের স্বনামধন্য কারিগর দের তৈরীকৃত খাবারের বিশাল সমাহার নিয়ে আলভীন রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টার সকলকে আশার আলো দেখাচ্ছে।