বড়লেখা উপজেলার মুড়িরগুল গ্রামের এক ছেলের ছোট থাকতেই কানের পর্দা ফেটে যায়। এখন দিন যত যাচ্ছে তার সমস্যা আরো বাড়ছে। ডাক্তার বলেছে অপারেশন করার জন্য। পরিবারের অবস্থা একদম খারাপ হওয়ার কারণে তাদের পক্ষে অপারেশনের খরচ চালানো সম্ভব নয়। হেল্পিং হেন্ডস সোসাইটি বড়লেখা এর কাছে আসায় এবার তাদের পাশে দাড়ালো হেল্পিং হেন্ডস সোসাইটি বড়লেখা। আজ রবিবার (৮ নভেম্বর) হেল্পিং হেন্ডস সোসাইটি বড়লেখা এর পক্ষথেকে ছেলেটির চিকিৎসার জন্য দশ হাজার টাকা প্রদান করা হয় তার পরিবারের কাছে।
এসময় উপস্থিত ছিলেন হেল্পিং হেন্ডস সোসাইটি বড়লেখা এর সম্মানিত উপদেষ্টা ওহিদুর রহমান রেজা, সভাপতি রাহেল আহমেদ, সাধারণ সম্পাদক জোবায়ের আহমেদ সবুজ, সাংগঠনিক সম্পাদক তাফিমুল কবির মুবিন, অর্থ সম্পাদক মাহমুদুল কবির তামিম, প্রচার সম্পাদক রাজু আহমেদ, ক্রীড়া সম্পাদক রাসেল আহমেদ, সদস্য সচিব নাহিদুল ইসলাম আবির, সদস্য হুমায়ুন কবির ও শুভাকাঙ্ক্ষী নুরুল ইসলাম।
তাফিমুল কবির মুবিন / দৈনিক হাকালুকি