মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার যুক্তরাজ্যে অবস্থান’রত কয়েকজন উদ্যমী মানবতাবাদী ব্যক্তিদের সমন্বয়ে গঠিত মানবিক সংগঠন বড়লেখা ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে আবারো সুবিধাবঞ্চিত পরিবারের সেলাই জানা নারীর কর্মসংস্থানের জন্য সেলাই মেশিন প্রদান করা হয়।
রবিবার (৮ নভেম্বর) সন্ধ্যা ৬ ঘটিকার সময় বড়লেখা উপজেলার সদর ইউনিয়নের মহদিকোনা গ্রামের একটি হতদরিদ্র পরিবারে সেলাই জানা নারী’র হাতে সেলাই মেশিন প্রদানের মাধ্যমে দ্বিতীয়ধাপে এই মহতি কার্যক্রমের সূচনা হয়।
সেলাই মেশিন প্রদানকালে উপস্থিত ছিলেন ০৬ নং বড়লেখা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাহিদুল ইসলাম মামুন, বড়লেখা ফাউন্ডেশন ইউকে’র স্থায়ী কমিটির সদস্য আবুল কাশেম, ফাউন্ডেশনের স্থানীয় প্রতিনিধি শামীম আহমদ(মাস্টার) ও আতিকুর রহমান প্রমূখ।
এসময় সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাহিদুল ইসলাম মামুন বলেন, বড়লেখা উপজেলার সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে সহযোগিতা করে যাচ্ছে বড়লেখা ফাউন্ডেশন ইউকে। সংগঠনটি প্রতিষ্ঠালগ্ন থেকে নিঃস্বার্থভাবে মানুষে কল্যাণে সমাজিক উন্নয়নে যেভাবে কাজ করে যাচ্ছে তা সর্বমহলে প্রশংসার দাবী রাখে।
তিনি আরোও বলেন, গত কয়েকদিন পুর্বে ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক কামরুল ইসলামের উপস্থিতিতে আমার’ই মাধ্যমে মহদিকোনা গ্রামের একটি হতদরিদ্র পরিবারে আর্থিক অনুদান প্রদান করে বড়লেখা ফাউন্ডেশন ইউকে।
তিনি বড়লেখা ফাউন্ডেশন ইউকে’র উত্তরোত্তর সাফল্য কামনা করে উপদেষ্টা আতা রহমান, চেয়ারম্যান জামাল উদ্দিন, সভাপতি শাহীন ইকবাল, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম’সহ সংগঠনেের সকল কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং বড়লেখা ফাউন্ডেশন ইউকে’র সকল সামাজিক ও মানবিক কর্মকান্ডে পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেন।
ইবাদুর রহমান জাকির