মৌলভীবাজার জেলার বড়লেখায় দারুল উলূম সুড়িকান্দি ক্বওমী মাদ্রাসার উদ্যোগে বরুণার পীর শায়খুল হাদীস আল্লামা খলিলুর রহমান (রহ.) এর জীবন, কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়।
মঙ্গলবার (২৭ অক্টবর) বেলা ৩ ঘটিকা থেকে মধ্য রাত পর্যন্ত মাদ্রাসা প্রাঙ্গনে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়। দারুল উলূম ক্বওমী মাদ্রাসার মুহতামীম মাওলানা ওলিউর রহমানের সভাপতিত্ত্বে ও মাদ্রাসার সরকারি শিক্ষক মাওলানা আপ্তাব উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়খ খলিলুর রহমান (রহ.) এর ছেলে ও বরুণার মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা বদরুল আলম হামিদী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আঞ্জুমানে হেফাজতে ইসলাম এর কেন্দ্রীয় মহাসচিব অধ্যাপক আব্দুস সবুর, সাংগঠনিক সম্পাদক মাওলানা সৈয়দ মুজাদ্দিদ আলী, মাওলানা ছাদ আমিন, মাওলানা মমতাজ উদ্দিন বড়দেশী, মাওলানা মুফতি রুহুল আমিন।
অনুষ্টানে বক্তারা পীর সাহেব বরুণার জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন এবং তাঁর রেখে যাওয়া আমানত ও আঞ্জুমানে হেফাজতের জন্য কাজ করার আহব্বান জানান।
নাহিদ আহমদ / দৈনিক হাকালুকি